somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিদারুল আলম বাননা, ভুল স্বীকার করলেন না অথচ পোস্ট মুছে দিলেন ;)

২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উনার পোস্টটি নিচে তুলে দেয়া হলো যাতে ভন্ড ইসলামপ্রেমিকদের সম্পর্কে সবাই জানতে পারেন


একজন সত্যিকার মানুষ হিসেবে ওরিয়ানা ফালাচিকে আমাদের স্যালুট করা উচিত
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:১৬

একজন সত্যিকার মানুষ হিসেবে ওরিয়ানা ফালাচিকে আমাদের স্যালুট করা উচিত।কেননা উনি সৎ ও সাহসী।উনি সত্য কথা বলেছেন।

অমি রহমান পিয়াল বলেছেন: সে বঙ্গবন্ধু নিয়া আজেবাজে কথা বলে।শেখ মুজিব নাকি মুক্তিযোদ্ধাদের লেলাইয়া দিছিলো তাকে হত্যা করার জন্য।
পিয়াল ভাই একটু চিন্তা করুন তো,উনি কেনো এ কথা বলেছেন।উনি তো বি এন পি সমর্থক নন। উনি তো জামায়াত, জাতীয়পাটির সমর্থক নন।
তারচেয়ে বড কথা হচ্ছে উনি নন বাংলাদেশী ।তার পর ও কেন উনি মুজিব এর নামে এই কথাটি বললেন?

উত্তর একদম সহজ।উনি আমদের চিনিয়ে দিলেন শেখ মুজিব কেমন লোক ছিলেন।উনি সত্য কথাটি জনগনের সামণে তুলে ধরতে চান।তা না হলে বাংলাদেশে এত লোক থাকতে উনি শুধু মুজিব এর নাম কেন বললেন?
আর এই সত্য কথাটি বলার কারনে আপনার তাকে বলতেছেন মস্তিষ্ক বিকৃত উম্মাদ মহিলা।আমার তো মনে হয় মস্তিষ্ক বিকৃত হয়েই আছে আপনাদের।

আপনি বলেছেন :
ওরে পাথর ছুইড়া মারতে হবে, গলা পর্যন্ত মাটিতে ডাবাইয়া মারতে।কেন ভাই এটা তো আমাদের কানুনের মধ্যে পড়ে যায়।আপনি কেন আবার আমাদের অনুকরন করতেছেন।আপনাদের জন্য তো একটি বুলেট-ই যথেষ্ট।আর লগি বৈঠার কথা ও ভুলেন নাই আশা করি।
I could tell you about Mujib Rahman, who, again at Dacca, had ordered his guerillas to eliminate me as a dangerous European, and lucky for me an English colonel saved me at the risk of his life...
কত্ত বড় ধৃষ্টতা!

কত্ত বড় ধৃষ্টতা! না বলে বলুন কত বড় সত্য বলার ধৃষ্টতা।

উনি সত্য কথা বলাতেই আপনারা কুকুরের মত খেউ খেউ করতে শুরু করেছেন।আর এটা তো আপনাদের পুরোনো অভ্যাস।
আর আপানদের দিন তো শেষ। একজন কানে শুনে না ,চোখে দেখতে পান না এই রকম লোক দিয়া তো দেশ চলেনা।

নিঃশব্দ শিশির! বলেছেন: piyal vai thanks
must be killed this women হ্যাঁ এক মাত্র আপনারাই পারেন
জনসমুক্ষে ঠান্ড়া মাথায় মানুষ খুন করতে।

এখনো সময় আছে আসল সত্য কে জানুন।যদি জানার ইচ্ছা থাকে।


· ৩৫ টি মন্তব্য
· ১৪১বার পঠিত



পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি


২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৫
অমি রহমান পিয়াল বলেছেন: নারে ভাই। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানরে আপনেরা জামাত শিবিরের লোকজন প্রতিদিন যেই গালি দেন ওরিয়ানা ফালাচি কি তার ধারে কাছে আসতে পারে। আমি সেই জন্য বলি নাই। আপনাকে আমি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে জানি দিদারুল ইসলাম বাননা ভাই। আমি নিশ্চিত মক্কা শরীফ, নবীজীর রওজা এবং মসজিদ নাপাক করার মতো কথা যদি আপনার আত্মীয়ও বলে আপনি তার জিহবা টেনে ছিড়ে ফেলবেন। আমারও ভাই একজন মুসলমান হিসেবে ওর কথা খারাপ লেগেছে, সে বলেছে সে মুসলমানদের মসজিদে পেশাব করেনা, পায়খানা করতেও যায় না। এসব কোনো কথা? আপনি কি পুরা পোস্ট টা পড়েন নাই ভাই?
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৭
লেখক বলেছেন: আপনি তার লিংক টা পুর্বে দেন নাই।

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৭
রাতুল" বলেছেন: ওরিয়ানা ফালাচি জামাত করলে কি না মজাই হত !!

মাইনাস !!
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৭
লেখক বলেছেন:

আপনার কত খারাপ লাগতো

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২৯
অমি রহমান পিয়াল বলেছেন: I don't go pitching tents at Mecca. I don't go singing Our Fathers and Hail Marys in front of Mohammed's tomb. I don't go peeing on the marble of their mosques; I don't go shitting at the feet of their minarets.

এই কথার পরও যদি তার প্রতি শ্রদ্ধা থাকে তাহলে আমি ধরে নেবো আপনার ইসলামের প্রতি ভালোবাসা লোক দেখানো। আপনি স্বাধীনতা যুদ্ধে আপনার দলের পরাজয়ের জন্য শেখ মুজিব ও আওয়ামী লিগকে ঘৃণা করেন, আর এইজন্য ওরিয়ানা ফালাচির এমন ধর্মবিদ্বেষী কথাকেও ভালবাসতে রাজী
Click This Link
(ভালো ইংরেজি জানে এমন কাউকে বলবেন অনুবাদ করে দিতে, যেমন pee মানে প্রশ্রাব আর shit মানে পায়খানা)
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০৩
লেখক বলেছেন:
আপনার লিংকটা আমি পড়ে নেবো।
আপনি বলেছেন স্বাধীনতা যুদ্ধে আপনার দলের পরাজয়ের জন্য শেখ মুজিব ও আওয়ামী লিগকে ঘৃণা করেন,
না সে জন্য নয়।আমার জন্ম যুদ্ধের অনেক বছর পর।আর এটা আমার দল আপনাকে বললো?
কেন ঘৃনা করি :
ছোট বেলা থেকেই আমি নামাজ পড়ি ।আর এই জন্য পাড়ার লোকেরা আমাকে রাজাকার বলতো।
যখন ক্লাশ নাইনে ছাত্র লীগের লোকেরা এসে আমাকে বলতো তোকে প্রতিদিন সাড়ে পাঁছটায় ক্লাবে আসতে হবে। না জাওয়ার কারনে মার ও খেতে হয়েছে। পরে অবশ্যই আর জোরা জুরি করে নাই ।তবে সব কাজে বাধা দিত।
কলেজ জীবনে কলেজে এসে বললো আমাকে স্টীয়ারিং এ যোগ দিতে হবে। চাঁদা দিতে হবে।না দেওয়ার কারনে কয়েক বার মার খেতে হলো।
কই তারা তো কখোনো বলে নাই আসুন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করি।
ঘর পাঁকা করার সময় এসে বললো চাঁদা দিতে হবে।না দেওয়ার কারনে সিমেন্ট এর বস্তা, রড় চুরি হয়ে যায়।পরে অবশ্যই তাদের ক্যাম্প থেকে উদ্বার করা হয় সামাজিক সমঝোতায়।

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৩৫
অমি রহমান পিয়াল বলেছেন: আপনি দেখি আপনার পোস্টে লিখছেন এইসব নাকি সত্যি বলার ধৃষ্টতা
এই ধৃষ্টতা অন্যরা দেখাইলে কেনো মানেন না?
কার্টুনিস্ট আরিফ মোহাম্মদ বিড়াল লেখার কারণে চৌদ্দশিকের ঘানি টানলো ছয়মাসের উপর। ওরিয়ানা ধোয়া তুলসীপাতা কারণ সে শেখ মুজিবকে গালি দিছে তাই?
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০৫
লেখক বলেছেন:
মুজিব ভালো মানুষ হলে নিশ্চই তাকে কেউ গালি দিতো না।
বিশেষ করে নন বাংলাদেশি


২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪০
কিরিটি রায় বলেছেন: সহজ।উনি আমদের চিনিয়ে দিলেন শেখ মুজিব কেমন লোক ছিলেন।উনি সত্য কথাটি জনগনের সামণে তুলে ধরতে চান।তা না হলে বাংলাদেশে এত লোক থাকতে উনি শুধু মুজিব এর নাম কেন বললেন?
আর এই সত্য কথাটি বলার কারনে আপনার তাকে বলতেছেন মস্তিষ্ক বিকৃত উম্মাদ মহিলা।আমার তো মনে হয় মস্তিষ্ক বিকৃত হয়েই আছে আপনাদের।


আর ওই যে দেখুন......শুরু হয়ে গেছে,, ম্যৎকার

যখন মূল পয়েন্টে.. যুক্তিতে হেরে যাচ্ছে.. তখনই ধর্মকে টেনে এনে আবেগ দিয়ে প্রসঙ্গ ঘুরানোর অপচেষ্টা....



২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০৮
লেখক বলেছেন:
সত্য কথা বলেছেন
ধন্যবাদ আপনাকে

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪০
অমি রহমান পিয়াল বলেছেন: ভাই আপনি পলায়ন করলে করেন, কিন্তু পোস্ট মুছলেও লাভ হবে না। আমি এই পোস্টের প্রতিটি অংশ স্ক্রিন শট রাখছি। এর জবাব আপনাকে দিতেই হবে। নাইলে ভবিষ্যতে ধর্মবিরোধী কোনো প্রতিবাদ করলেই এটআ আপনার বিরুদ্ধে দেখানো হবে যে আপনি একটা মস্ত বড় ভন্ড যে ইসলাম ভালোবাসেনা, কিন্তু আওয়ামীলিগকে ঘৃনা করে
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১০
লেখক বলেছেন:
পলায়ন করার প্রশ্নই আসেনা
একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম তাই দেরী হচ্ছে।

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪২
অমি রহমান পিয়াল বলেছেন: আরে ভাই কিরিটি রায় আমার পুরা পোস্ট পড়েন, ভাবচক্কর ছাড়েন, আমি একজন মুসলমান হিসেবে ওরিয়ানা ফালাচিরে ঘৃণা করতে বলছি, আওয়ামী লিগার হিসেবে না? বেকুবি করলে জাস্ট হাস্যকর প্রমাণিত হবেন। বেটার কিপ ইউর মাউথ শাট এন্ড কিপ ইউর ডিগনিটি ইনট্যাক্ট
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১১
লেখক বলেছেন:
আপনারা কি ওরিয়ানা ফালাচির কারনেই আজ শুধু মুসলমানিত্ব দেখাচ্ছেন?

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪৪
অমি রহমান পিয়াল বলেছেন: আমি লিংক কখন দিছি পোস্টে সেটার সময় উল্লেখ আছে। আপনাদের নেটওয়ার্কে ঝামেলা করলে সেটা আপনাদের সমস্যা, আপনারা ফাকি দিবেন, আপডেটেড থাকবেন না, আর সেটার দোষ কি আমার নাকি?
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১২
লেখক বলেছেন:
আপনার দোষ বলে বলি নাই।

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০৭
মেন্টাল বলেছেন: ওরে বাননা তুই তো আসলেই বলদা রে। এতোগুলা পোস্ট হইলো তাও কিছু বুঝলিনা।
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১৩
লেখক বলেছেন:
ক্ষতি নাই বলদ বলাতে

আপনি যে মেন্টাল ও ছাগল তা আপনাকে দেখেই বুজা যাচ্ছে।

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০৯
অমি রহমান পিয়াল বলেছেন: ভাই এত ফিরিস্তির দরকার নাইতো। আপনি আওয়ামী লিগরে অপছন্দ করেন, ঠিক আছে। আমার তাতে কোনো সমস্যা নাই। আপনি ইসলামকে ভালোবাসেন কিনা। যদি বাসেন তাহলে এই লিংকই শুধু না, আমার পুরা পোস্টটা পুরাটা পড়বেন। এবং যদি সত্যিকারের ভদ্রলোক হন, বলবেন আপনার ভুল হয়েছে পুরাটা না পড়ে এমন হেডিং দিয়ে পোস্ট করা। বিশ্বাস করেন আপনার উপর আমার একবিন্দু অভিযোগ থাকবে না। কিন্তু ভন্ডামী করবেন, প্যাচাবেন, তাতে আমি বুঝে নিবো ইসলামের প্রতি আপনার লোক দেখানো ভালোবাসা।
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১৫
লেখক বলেছেন:
আমি তো আপনার প্রতি টা পোষ্টে মন্তব্য করতে চাই
কিন্তু আপনি ব্লক করে রাখলেন।

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১১
অমি রহমান পিয়াল বলেছেন: ওহ, এখন কিরিটি রায় সত্যি কথা বলছে? তাহলে এইবার এইটা বলেন যে মক্কা শরীফ, মদিনা শরীফ, হুজুরেপাকের রওজা মোবারক, মসজিদ এগুলি নিয়া যে কেউ যা ইচ্ছে তাই বলতে পারবে যদি সে শেখ মুজিবকে গালি দেয়? এইটাই বলতে চান? এক কথায় আসেন
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:১৭
অমি রহমান পিয়াল বলেছেন: লেখক বলেছেন:
আপনারা কি ওরিয়ানা ফালাচির কারনেই আজ শুধু মুসলমানিত্ব দেখাচ্ছেন?
নারে ভাই ওরিয়ানা ফালাচির কারণে আমাদের মুসলমানিত্ব দেখানোর কিছু নাই। কিন্তু তার কথায় নেচে আপনাদের মুসলমানিত্ব যেন না যায় সেটা নিশ্চিত করতেছি। এতে আমার গুনাহ হবে? একটু সোয়াব কি পাবো না যে আপনাকে ভুল পথ থেকে ফিরায়ে এনেছি? খোদা কি আমার উপর একটু দয়াও করবেন না?
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৪
লেখক বলেছেন:
আর আপনাদের দলগত উদ্দ্যেশ্যের মধ্যে যদি লেখা থাকতো নামাজ কায়েম করতে হবে তাহলে আরো সওয়াব পেতেন
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২১
ইয়র্কার বলেছেন: ছাগুদের সমস্যা হলো, এরা কখনো ভুলস্বীকার করবে না। এই যে বান্না ছাগুনা জাইনাই ফালুচি নিয়া ফালাইলো, এই ধরা খাইয়াও সেইডা স্বীকার করার সাহস নাই। এখন এদিক-ওদিক প্যাচ কাটানোর ধান্দা করতেছে।

জামাতিদের আচরণে জ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ নিদর্শন রহিয়াছে। - আল-ইয়ার্কার

বিশেষ করে, যেসব সুশীল জামাতকে দেশপ্রেমিক বইলা ফতোয়া দেয়, তাগো বুঝা উচিত, এই কেউটার বাচ্চারা ৭১ও বাংলাদেশের বিরোধিতা করেছে, এখনও করে। ৭১এ ভুল করেছে, কোনো জামাতের বাচ্চা এইকথা একবারও স্বীকার করবে না।
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২১
িদদারুল আলম বাননা বলেছেন:
না এটা কখোনো নয়। আমি যদি আপনার ঐ পোষ্টে মক্কা শরীফ, মদিনা শরীফ, হুজুরেপাকের রওজা মোবারক, মসজিদ এগুলি পাইতাম তাহলে তাহলে আপনাকে দোষারফ করতাম না।আপনার ঐ পোষ্টে প্রশ্ন করা হচ্ছে কি করেছেন উনি
আর আপনি উত্তর দিচ্ছেন শেখ মুজিব কে টেনে।
ধন্যবাদ আপনাকে।
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৪
মেন্টাল বলেছেন: লেখক বলেছেন:
মুজিব ভালো মানুষ হলে নিশ্চই তাকে কেউ গালি দিতো না।
বিশেষ করে নন বাংলাদেশি
-----------------------
বাননা ঠিক আছে
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৫
অমি রহমান পিয়াল বলেছেন: আপনি ওই পোস্টের শিরোনাম পড়েছেন? আবার জিজ্ঞেস করি পড়েছেন?
আপনি কি আপনার এই পোস্টের শিরোনামের জন্য দুঃখিত? আবার জিজ্ঞেস করি আপনি কি দুঃখিত?

যদি দুঃখিত না হন, তাহলে কি স্বীকার করবেন শেখ মুজিবকে গালি দিলে তার জন্য ইসলাম সম্পর্কে যা তা বলা জায়েজ?
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩২
লেখক বলেছেন:
হ্যাঁ পড়েছি।
নো আমি কেন আমার পোষ্টের জন্য ব্যাথিত হব।
আপনার পোষ্ট থেকে যা জেনেছি তাই বলেছি।

ইসলাম সম্পর্কে গালি দেওয়া অবশ্যই জায়েজ নয়।

কোথায় ইসলাম আর কোথায় আপনারা..............
আত আপনাদের কথা বার্তা দেখেই বুজা যায়।
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:২৮
মুকুল বলেছেন: হা হা হা। ঈমানের সরুপ বুঝা যাইতেছে!
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩০
অমি রহমান পিয়াল বলেছেন: আপনি লিখেছেন :

ছোট বেলা থেকেই আমি নামাজ পড়ি ।আর এই জন্য পাড়ার লোকেরা আমাকে রাজাকার বলতো।


এই কথাটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সহকারে বলতে পারবেন? আপনি নামাজ পড়লে বাংলাদেশের কোথাও রাজাকার বলে এতবড় একটা মিথ্যা কথা আপনে বলতে পারলেন বাননা ভাই? আপনাকে আমি সৎ লোক মনে করতাম। আপনি আমার দিলে দাগা দিলেন রে ভাই।


২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৩
লেখক বলেছেন:
আপনাগো আবার দিল আছে নাকি?

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৭
অমি রহমান পিয়াল বলেছেন: ওকে ভাই, বহুত আলোচনা হইলো। আপনাকে ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন, আপনি কি মনে করেন আপনার পোস্টের শিরোনামটা ঠিক আছে? এই উত্তরটা পেলেই আপনাকে আর বিরক্ত করবো না। ইয়েস অর নো তে দিলেই চলবে


২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৯
িদদারুল আলম বাননা বলেছেন:
রাজনৈতিক দিক দিয়ে ইয়েস।
২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪২
িদদারুল আলম বাননা বলেছেন:
রাজনীতিতে শেষ বলে কিছু নাই


আর আপনাদের প্রশ্নের শেষ ও নাই ।
তা আমি ভালো করে জানি।

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪২
অমি রহমান পিয়াল বলেছেন: আমার পোস্ট থেকে এটা জানেন নাই যে ওরিয়ানা ফালাচি বলেছেন আমি মক্কা শরীফে তাবু খাটাইতে যাই নাই, আমি মুহাম্মাদের কবরের সামনে গানা গাই নাই, আমি মসজিদের মেঝেতে মুতি না, তাদের মিনারের নিচে হাগি না-এইসব তো ইংরেজিতে লেখা আছে। এখন আমার মুসলমানিত্ব নিয়া আপনার সন্দেহ আছে বইলা আপনি ওরিয়ানা ফালাচিরে স্যালুট দিবেন তাই না?

ভালোই ইসলাম কায়েম করবেন আপনারা
অসংখ্য ধন্যবাদ বাননা, আপনি অন্যরকম কিছু করলে আমি প্রমাণ করতে পারতাম না জামাতে ইসলামী ভন্ড ইসলামের চর্চা করে। আপনার মিষ্টি পাওনা রইলো

সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৫৮
২৩টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

লিখেছেন অপলক , ১৮ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৯



গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।

কারনে... ...বাকিটুকু পড়ুন

কম্বলটা যেনো উষ্ণ হায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৭


এখন কবিতার সময় কঠিন মুহূর্ত-
এতো কবিতা এসে ছুঁয়ে যায় যায় ভাব
তবু কবির অনুরাগ বড়- কঠিন চোখ;
কলম খাতাতে আলিঙ্গন শোকাহত-
জল শূন্য উঠন বরাবর স্মৃতির রাস্তায়
বাঁধ ভেঙ্গে হেসে ওঠে, আলোকিত সূর্য;
অথচ শীতের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪৪


আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন

হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

লিখেছেন নতুন নকিব, ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৬

হাদির যাত্রা কবরে, খুনি হাসছে ভারতে...

শহীদ ওসমান বিন হাদি, ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

হ্যাঁ, সত্যিই, হাদির চিরবিদায় নিয়ে চলে যাওয়ার এই মুহূর্তটিতেই তার খুনি কিন্তু হেসে যাচ্ছে ভারতে। ক্রমাগত হাসি।... ...বাকিটুকু পড়ুন

হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?

লিখেছেন এ আর ১৫, ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৩

হাদিকে মারল কারা এবং ক্রোধের আক্রশের শিকার কারা ?


হাদিকে মারল জামাত/শিবির, খুনি নাকি ছাত্রলীগের লুংগির নীচে থাকা শিবির ক্যাডার, ডাকাতি করছিল ছেড়ে আনলো জামাতি আইনজীবি , কয়েকদিন হাদির সাথে... ...বাকিটুকু পড়ুন

×