ববিতা স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না নায়িকা। সত্যজিত রায়ের অশনী সংকেত (১৯৭৩) ছবির কেন্দ্রীয় চরিত্র অনঙ্গা বৌর চরিত্রে অভিনয় করছেন। সেই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বেয়ার জিতছিলো সেই ছবি। এর বাইরে অরুনোদয়ের অগ্নিস্বাক্ষী্ আর ধীরে বহে মেঘনা নামে দুইটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবির নায়িকা তিনি। একটা পশ ইমেজ নিয়া দীর্ঘদিন অভিনয় করছেন। দুই বোন সুচন্দা ও চম্পার সঙ্গে মিলে তিন প্রজন্মের চলচ্চিত্ররে ঠ্যাকা দিছেন।
আমি তারে ভালা পাই, তাই আবারো তীব্র নিন্দাবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


