সবাই দেখি লুকালটকের পরিচয় জানার জন্য উইঠা পইড়া লাগছেন। হইতে পারে সে শরৎ চৌধূরী কিংবা কৌশিক আহমেদ, কিংবা দুইজনই- তো হইছে কি! হইতে পারে সে সলিমউদ্দিন। কিন্তু নিজের নামে না ব্লগাইয়া নিক ধারণ করেন সামহোয়ারে এমন লুক তো কয়েক হাজার। যে লোক নিজ নামে প্রকাশ হইতে অসচ্ছন্দ বোধ করেন তারে তার সেই প্রাইভেসীর সম্মাণটুকু দিতে এত অনীহা কেনো আমাদের? মিল মাস্কারাস কেডা ছিলো সেইটা না জাইনা আমি কবরে যাবো, তো কি!
আগের পোস্ট হাতাইতে গিয়া একটা ছবি পাইলাম। মনে পড়ে ভিডিওক্যাপস দিয়া নিজের হাতে এইটা আমি বানাইছিলাম। এই নীল শার্টের পরিচয় আমি জানি না। জানার চেষ্টায় আছি। ইনফ্যাক্ট লুকালটকের চেয়ে এই লোকের পরিচয় জানতে আমি বেশী আগ্রহী। ব্লগের জামাত-শিবিরের ছাগুরা একটু হেল্প করলে খুশী হইতাম।
আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের দক্ষিণপন্থীদের দম আছে বলতে হয়! নির্বাচন ঠেকানোর প্রকল্পের গতি কিছুটা পিছিয়ে পড়তেই নতুন টার্গেট শনাক্ত করতে দেরি করেনি তারা। ডিসেম্বরের শেষ সপ্তাহ ঘিরে নতুন কর্মসূচি সাজাতে শুরু করেছে... ...বাকিটুকু পড়ুন
গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।