ইসলাম এবং নাস্তিকতা (একটি সম্ভাব্য ফলাফলশুন্য আলোচনা)-- আসিফ মহিউদ্দিন এবং অন্যান্য নাস্তিক যারা ইসলাম কে সহ্য করতে পারেন না তাদের প্রতি
আগের পোষ্টটি অনেক বড় হয়ে যাওয়ায় এর দ্বিতীয় পর্ব খোলা হল।
আলোচনা চলছিল আলবার্ট_আইনস্টাইন এর সাথে। পারভেজ আলম বলেছেন তিনি অসুস্থ তাই আপাতত আসতে পারছেন না। দু-পেয়ে গাধ, আসিফ মহিউদ্দীন তারা অনেক আগেই আলোচনা থেকে বিদায় নিয়েছেন তাদের মন্তব্যগুলোর জবাব দেবার পরেও যার অর্থ হচ্ছে তারা যুক্তি পূর্ন আলোচনায় উতসাহী নয়, কুতসা রটানোতেই তাদের বেশী আগ্রহ
আগের পোষ্টের সারমর্ম (যেহেতু এখানে দু পক্ষের মাঝে আমি একটি পক্ষ তাই সারমর্ম নিরপেক্ষ হয়েছি কিনা বলতে পারছি না)
১। আমরা সবাই অন্তত একটি বিষয়ে একমত হয়েছি যে আমরা সবাই দাসপ্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি কে ঘৃনা করি।
২। মুমিন রা বলছেন ১৪০০ বছর আগে যে নিয়মগুলো সরাসরি নিষিদ্ধ করা হয়নি তার প্রয়োজন সেই সময়ে ছিল এবং যেহেতু এই যুগে সেই প্রয়োজন ফুরিয়েছে এবং সেহেতু ইজমা এবং কিয়াসের মাধ্যমে শরীয়া আইনের কিছু অংশ পরিবর্তন করা সম্ভব যদি না তা সরাসরি কোরআন বিরোধী হয়।
৩।একমত হয়ছি আমরা কেউ গোলাম আজম, আমেনী বা তালেবান দের সমর্থন করি না তাই এদেরকে ক্ষমতায় আমরা কেউ দেখতে চাচ্ছি না। মুমিন হিসাবে আমার বক্তব্য এরা ইসলামের অপব্যবহারকারী এবং যেহেতু ব্যখ্যার বিভিন্নতা থাকতে পারে ব্যখ্যায় না গিয়ে সরাসরি কোরআন এবং হাদীসে থাকাই ভাল।
৪। মহানবী (সঃ) ধর্ষক, শিশুকামী, বহুগামী, দাস প্রথায় বিমোহিত, যুদ্ধবন্দীদের সাথে যৌন সঙ্গমে লিপ্ত একজন ডাকাত, এগুলো বলে কিছু মন্তব্য করেছেন কয়েকজন বিদ্বেষী। তাদেরকে ব্যাখ্যা দেয়ার পরে তার পিছু হটেছেন এবং আলোচনা থেকে বিদায় নিয়েছেন
নাস্তিকদের কাছে আবারো আমার প্রশ্ন আপনারা ও আসিফ মহিউদ্দিনের এই বক্তব্যগুলো সমর্থন করেন
আগের পাতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


