গত ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪ মি, ব্লগার নাসিম রুপক এমন একটি পোস্ট প্রকাশ করেন, যা তে আমার দেশ -এর সম্পাদক মাহমুদুর রহমান এর মুখোশ সরে যায়। পোস্ট টির বিষয়বস্তু ছিলো তার ভণ্ডামির একটি মাত্র প্রমান। মক্কার ইমাম দের নিয়ে মিথ্যাচার, যারা না কি সাইদি (দেলু) রাজাকার এর মুক্তি আর বাংলাদেশে উ-লা-মা দের উপর সরকারের বিচার বহির্ভূত নির্যাতনের প্রতিবাদে মক্কার গন্য মান্য আলেমরা বিক্ষোভ মিছিল করেছেন
অতচ, প্রকৃত সত্য ঘটনাটি কি ছিল, তা জানতে নিচের লিংকে যান, তাহলে আমাকে আর কিছু বলতে হবে না,
পোস্ট টি নিচের লিংকে-
যুদ্ধাপরাধীদের বাচাতে "দৈনিক আমারদেশ" পত্রিকার নির্লজ্জ মিথ্যাচার। ইসলামকে হাতিয়ার হিসাবে ব্যবহার
পোস্ট এর স্ক্রিন শট-
আমার জানা মতে, এটাই ছিল মাহমুদুর এর মুখোশ উন্মোচনকারি অনলাইনে প্রথম পোস্ট।
এই ছিলো প্রকৃত সত্য ঘটনা।
এখন ভেবে দেখুন, এই রকম একটি থাপ্পড় খাওয়ার পর কি কারো হুশ থাকে? তার ভেতর কি প্রতিশোধের আগুন জলে না?
সে মনে প্রানে জেদ ধরে বসেছিল কিন্তু অপেক্ষা করছিলো এমন একটি সুযোগ কে কাজে লাগিয়ে এই ব্লগ আর ব্লগার দের বদনাম করার।
এবং আমি পুরো পুরি ভাবে একমত যে, থাবা বাবা অর্থাৎ রাজীবের যে লেখা গুলো কে ওরা তার নিজের লেখা মনে করছে, এই সব কিছু এই মাহমুদুরের কাজ।
জানি না আমার সাতে আপনারা একমত হবেন কি না, তবে একটু গভীর ভাবে চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন।
যে ব্লগ তার এই ভণ্ডামির মুখোশ খুলে দিলো, সে এই ব্লগ আর ব্লগার দের এমনি এমনি কি ছেড়ে দিতে পারে?
ফলশ্রুতিতে- আজ তার মুখ থেকে এই সব উস্কানিমূলক কথা বের হচ্ছে, আর তার অনুসারি শকুনেরা তা লুফে নিচ্ছে। আঁচড় বসাচ্ছে আমার প্রিয় মাতৃভূমির বুকে। ইসলাম কে ব্যাবহার করছে ওরা তাদের হাতিয়ার হিসেবে, কারন ধর্ম দিয়ে যে কোন মানুষ বা জাতি তে খুব সহজেই আবেগের বশবর্তী করা যায়।
আর তা ই ঘটেছে, কারন আমরা বাঙালিরা একটু বেশিই আবেগ প্রবন, আর আমাদের ধর্মের প্রতি কোন অবমাননা আমরা কোন ভাবেই মেনে নেব না, নেই না। আর সাধারণ মানুষ যখন শুনে যে ব্লগার রা, বা ব্লগ থেকে অথবা শাহবাগ মঞ্ছ থেকে ইসলাম কে অবমাননা করা হয়েছে, আল্লাহ্, রাসুল (সাঃ) কে অবমাননা করা হয়েছে, তখন স্বভাবতই মানুষ তার প্রতিবাদ করতে উঠে পরে লাগে। আর এই পন্তা আর সুযোগটাই কাজে লাগাছে মাহমুদুর রহমান এর সহ কিছু ফাকিস্তানি জারজ।
তাই সব জারজ ছাগু আর জামাত-শিবিরের শকুন এর বলছি, দেখ তোরা একটু ভেবে, তোরা কাল মহান আল্লাহ্র দরবারে এই সব কিছুর জবাবদিহি করতে হবে, সুতরাং এখনও সময় আছে, চরম পন্থা ছেড়ে নরম পন্থা ধর। মানুষ হয়ে যা।
আর যদি আমার কথা তেতো লাগে, তো আমার এই পোস্টে আয়, আমাক কিছু কথার জবাব দিয়ে যা।
ভালো থাকা হোক সবার, নিরন্তর।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




