এই বছরে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আরম্ভ হয়েছে। ঈদের খাওয়া শেষ হতে না হতেই পূজার দাওয়াত শুরু হতে যাচ্ছে। পূজার আইটেমে আমার প্রিয় লাড্ডু এবং হিন্দুদের স্পেশ্যাল ভাজি ও লুচি। তবে এইবার আর লাড্ডু খাব না। ভক্তি উঠে গেল
আজকে বিকেলে তিন বন্ধু মিলে বের হলাম। হঠাৎ দয়াগঞ্জ মোড়ে এসে এক হোটেলে গরম গরম আমিত্তি ভাজতে দেখে তিনজনে ঢুকে গেলাম। ঢুকে দেখি লাড্ডু তৈরি হচ্ছে। খেতে খেতে সিস্টেমে ছবি তুললাম আর ভিডিও নিলাম। বাকিটা নিজেরা দেখে নিন। আমার আর কিছু বলার নাই
পায়ের অবস্থা দেখেন!!
আমাদের সুস্বাদু লাড্ডু কিসের ছোঁয়া পেয়ে আসে দেখলেন তো!!
শ্রীমান আরামসে লাড্ডু বানাচ্ছেন।
এইটা হল ফাইনাল ভিউ। যেটা আমরা পছন্দ করি!
ভিডিও দেখেন, ইয়ু টিউবে তুলে দিলাম। (খুব বড় না, একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন
পোস্টে ইয়ু টিউবের ভিডিও যোগ করা বিষয়ে ফিউশন ফাইভ, রাশেদ, মৃত হাসানের প্রেতাত্মা, রাইডার, রাতমজুর ভাইকে ধন্যবাদ। বিশেষ করে রাশেদ ভাই ও রাতমজুর ভাইকে।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




