গ্রামের বাড়ি থেকে আসার পর থেকেই সামুতে আমি খুব সমস্যার সম্মুখীন হচ্ছি ! আবার শুনতে পাচ্ছি অনেকের নাকি সমস্যা হচ্ছে না । কিন্তু আমার কেন এমন টা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ।
আমি যে যে সমস্যা গুলোর সম্মুখীন হচ্ছিঃ
১. পোস্টে মন্তব্যে আসতেছে কিন্তু সেই মন্তব্য গুলো দেখা যাচ্ছে না । অনেকে বলছেন ব্রাউজারের ক্যাশ পরিষ্কার করলে নাকি মন্তব্য দেখা যাচ্ছে কিন্তু আমার সে ক্ষেত্রে কোন লাভ হচ্ছে না ।
২. পোস্টের যে দু একটি মন্তব্য দেখা যাচ্ছে সে গুলোর কোন উত্তর দিতে পারছিলাম না । যতবারই লিখি ব্রাউজার একটু ঘুরে ঘুরে ৫০২ ব্যাড গেট ওয়ে দেখা । কিন্তু এদিকে সাম্প্রতিক মন্তব্যে ঠিকই নাম চলে আসছে ।
৩. নতুন পোস্ট দিতে গেলেই বারবার ৫০২ ব্যড গেটওয়ে দেখাচ্ছে !
সামুতো আর এসবের সমাধান দিবে না তবে আমি দুর্ঘটনা বসত আমি নিজে কাল রাতে এই সমস্যার হাত থেকে বাঁচার একটা পথা আবিস্কার করেছি ! আমার কাজ হয়েছে বলে আপনারও কাজ হবে কি না কে জানে ! এই গ্যারান্টি আী দিতে পারছি না, তবুও একবার চেষ্টা করে দেখতে পারেন ।
যখন মন্তব্য দেখা যাবে না তখন কি করবেন ?
কদিন থেকে মেজাজ টা বেশ খারাপ হয়েছিল ! নটিফিকেশন আসতেছে আমার ব্লগে মন্তব্য এসেছে কিন্তু ব্লগে ঢুকে কোন মন্তব্য দেখতে পাচ্ছি না ! দেখা গেল ১০ টা মন্তব্য এসেছে দেখাচ্ছে মাত্র একটা !
মেজাজ কার ঠিক থাকে বলেন !
এইরকম হলে কি করবেন ?
সামুর পিসি ভার্শন থেকে বের হয়ে মোবাইল ভার্শনে যান ! অর্থাৎ
nblog.net/blog/opuroni/299 এর জায়গায় nblog.net/mobile/blog/opuroni/299
এবার যাওয়ার পরে যেই পোস্টে মন্তব্য এসেছে সেই পোস্ট যান ! যে একটি মন্তব্য দেখা যাচ্ছে সেই মন্তব্যটির জবাব দিন !
যখন আপনার জবাবটি দেওয়া হয়ে যাবে অর্থাৎ এমন একটি পেইজ আসবে

কি দেখতে পাচ্ছেন ?
আপনারা কি দেখতে পাবেন আমি জানি না তবে আমি অবাক হয়ে দেখলাম যে মন্তব্য গুলো আমি দেখতে পাচ্ছিলাম না সেই মন্তব্য গুলো আমি দেখতে পাচ্ছি খুব ভাল করে ।
এবং একটা পোস্টে না ? প্রায় ৫টা পোস্টে এমন করে সকল মন্তব্য গুলো দেখতে পেয়েছি এই একই ভাবে !
যদি নটিফিকেশন আসতেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না তখনই মোবাইল ভার্শনে গিয়ে সেই পোস্টের কোন মন্তব্যের জবাব দিচ্ছি এবং পেছনের পাতায় ফেরৎ গেলেই সেই দেখতে না পাওয়া মন্তব্যটি ফেরৎ আসতেছে ।
মন্তব্য করার ক্ষেত্রেও একই উপায় ! কদিন থেকে পিসি ভার্শন থেকে মন্তব্য দেওয়া যাচ্ছিলো না ! মানে আমি দিতে পারছিলাম না । মোবাইল ভার্শন থেকে ঠিক ঠাক দেওয়া যাচ্ছিল !
নতুন পোস্ট করুন বাটনে চাপ দিলেই ৫০২ ব্যাড গেটওয়ে চলে আসলেও চিন্তা করার কিছু নেই । আবার পুনরায় পোস্ট করা থেকে বিরত থাকুন ! কিছুক্ষন পরে দেখবেন আপনার পোস্ট ঠিকই পোস্ট হয়েছে !
কদিন আগে ব্লগার আমি তুমি আমরা সামুর মোবাইল ভার্শনের সমস্যা নিয়ে একটি পোস্ট দিয়েছে । এবং তার কয়েকদিন আগে থেকেই সামুর মোবাইল ভার্শনে কিছু আইটেম সংযোজন করা হয়েছে । আমার কেন জানি মনে হচ্ছে সামুর মোবাইল ভার্শনের উন্নতি করতে গিয়ে পিসি ভার্শনের এই সমস্যা গুলো সৃষ্টি হয়েছে । তাও আবার সবার না কিছু কিছু মানুষের !
যাক কি আর করা !
কবে যে সামু আবার ঠিক হবে কে জানে ?
অপেক্ষায় থাকি !
সবাইকে ধন্যবাদ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




