এক লোক গভীর জঙ্গলে বাস করা সাধক বাবার কাছে গিয়ে বলল "বাবা, আমাকে এমন একটা ক্ষমতা দাও যাতে আমি নারীদের মন খুব সহজে বুঝতে পারি" ! বাবা তাকে একটা থাপ্পড় দিয়ে বলল "বেটা সেই ক্ষমতা আমার থাকলে আজকে আমি ঘর বাড়ি ছেলে এখানে পড়ে থাকি !"
এমন একটা কৌতুক আমরা মোটামুটি সবাই শুনেছি ! এই সহজ কৌতুল টা শুনতে শুনতে যতই হাস্যকর লাগুক না কেন এর থেকে সত্য আর কিছু হতে পারে না ! কথিত আছে যে আইনস্টাইনের রিলেটিভিটি থিউরীটা পর্যন্ত খুব সহজে সম্পর্ন ভাবে বুঝা সম্ভব কিন্তু একজন মেয়ের মন কিছুতেই বোঝা সম্ভব না ! বিশেষ করে গার্লস ল্যাঙ্গুয়েজ বোঝার মত দুরহ থিউরী এই পৃথিবীতে এখনও তৈরি হয় নি !
তাই বলে কি আমাদের মানে ছেলেদের চেষ্টা কি থেমে থাকবে ! আমরা, মানুষেরা যে কোন কিছু না বুঝতে না পারলে, ধরতে না পারলে ততক্ষন সেইটার পেছনে লেগে থাকি যতক্ষন পর্যন্ত সেটা সমাধান না হয় ! যদিও জানি এই বিষয়ে সকল কিছু আতস্থ করতে যুগের পর যুগ লেগে গেছে এবং সামনে আরও কত শতাব্দী লাগবে সেই বিষয়ে আমাদের ধারনা নেই তবুও আমাদের চেষ্টা চলবে !
যাক এতো দিনের গবেষনা, আলোচনা, পরীক্ষা, নিরীক্ষা এবং আবিষ্কারের ফলে নারীদের মনের ভাষা বোঝার জন্য কিছু টা (যদিও সেটা খুবই যৎসামান্য) ইংগিত বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়েছে । এবং সেই আবিষ্কার নিয়েই আমার এই পোস্ট ! যে কথা গুলো আমরা সাধারনত ভুল বুঝে থাকি । তারা একটা কথা মিন করে আমরা সেই কথাটা ঠিক মত ধরতে পারি না, ভুল বুঝি এবং পরবর্তিতে আমাদের উপর সিডর সাইক্লোন সুনামী নাক কতিপয় দুর্যোগ নেমে আসে ! আশা করি এই পোস্ট পড়ার পর থেকে আপনারা এই সমস্ত ভুল ত্রুতি যথাসম্ভব এড়িয়ে চলতে সক্ষম হবেন !
একজন নারী যখন বলবে "বাদ দাও, কিছু না" আপনি মনে করবেন আসলেই হয়তো কিছু না ! এইখানেই ভুল করবেন ! নারী প্রত্যেকটা কথাই ড্যান ব্রাউনের ভিঞ্চি কোড কিংবা লস্ট সিম্বল বইয়ের মত এনক্রিপ্টেড থাকে ! এটা দেখায় এক রকম কিন্তু এর অর্থ থাকে অন্য রকম ! আপনাকে গভীর চিন্তা ভাবনা করে সেই অর্থ বের করতে হবে ! তবেই আসবে চুড়ান্ত সাফল্য ! আসলে আসুন এমন কিছু দৈনন্দিন ব্যবহারের কথা বার্তা দেখে নেওয়া যাক যেটা পুরুষেরা প্রায়ই ভুল বুঝে নিজের বিপদ ডেকে আনে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"বাদ দাও, কিছু না"
নিগূঢ় অর্থঃ
অবশ্যই কিছু একটা আছে । থাকতে বাধ্য ! এবং তুমি যত দ্রুত এই কিছুটা বের করতে পারো তোমার জন্য ততই মঙ্গল ! দেরি করেছো তো মনেছো !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আমাকে কি একটু মোটা লাগছে ?"
নিগূঢ় অর্থঃ
এর অর্থ হচ্ছে, তোমার চোখে কি আমাকে দেখতে খারাপ লাগছে এবং এর উত্তরটা অবশ্যই "না" হতে হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আচ্ছা, তোমার যা ইচ্ছা কর !"
নিগূঢ় অর্থঃ
আমি কারতে বলেছিই বলে আবার করে বস না ! । সব থেকে ভাল হয় তুমি কাজটা না করলে ! তাহলে কিন্তু খবর আছে ! আর যদি করেই ফেলো তাহলে এর পরবর্তি ফলাফলের জন্য নিজেকে প্রস্তুত করে নাও ! কারন তোমাকে আমি ছেড়ে কথা বলবো না ! বলে দিলাম !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"না"
নিগূঢ় অর্থঃ
না মানে নাই ! এটা "হ্যা" হওয়ার কোন সম্ভবনা নেই ! ইউ বেটার নট ট্রাই !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"হ্যা"
নিগূঢ় অর্থঃ
বেশির ভাগ ক্ষেত্রেই এটার অর্থও "না" তবে কিছু কিছু ব্যতীক্রম থাকতে পারে ! সেটা তোমাকে নিজে খুজে বের করতে হবে ! এবং সেটা খুজে পাওয়াটা তোমার পক্ষে প্রায় অসম্ভব !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"হয়তো"
নিগূঢ় অর্থঃ
এখনও না ! তবে "না" কে "হ্যা" করা সম্ভব তবে তা করতে তোমাকে আরও অনেক কিছু করতে হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"যদি"
নিগূঢ় অর্থঃ
বিশাল শর্ত (আদেশ) মানার জন্য প্রস্তুত হও !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"ফাইন !!"
নিগূঢ় অর্থঃ
বিষয় নিয়ে তর্ক হচ্ছিলো সে শেষ এবং তুমি হেরে গেছো ! এর পরে যদি আবার একটা কথা শুরু করে তাহলে সেটা থেকে আবার নতুন তর্কের সূচনা হবে এবং সেটাতেও তুমি হারবে ! সো চুপ করে থাকাই শ্রেয় !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আচ্ছা ঠিক আছে ! ইটস ওকে !"
নিগূঢ় অর্থঃ
কোন ভাবেই ওকে না ! কিছুই ঠিক নাই ! ওকে মানে হল, সে কিছুটা সময় নিচ্ছে এটা ঠিক করার জন্য যে তোমাকে কি কি ভাবে এটার জন্য তোমাকে পরবর্তিতে শাস্তি দিতে পারে ।
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"তুমি কি আমার কথা শুনছো ?"
নিগূঢ় অর্থঃ
তুমি আমার কথা শুনছো না ! এটা ক্ষমার অযোগ্য অপরাধ ! ইউ বেটার রেডি ফর দিস !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"তুমি যা বল তাই"
নিগূঢ় অর্থঃ
যদি মনে কর যে তোমাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে তাহলে তুমি ভুল করছো ! তোমাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ঠিকই দিয়েছি তবে তোমাকে ঠিক সেই জিনিস টাই বাছাই করতে হবে যেটা আমি চাই এবং আমার পছন্দ ! এবং যদি তোমার সিদ্ধান্ত ভুল হয় তাহলে "আচ্ছা, তোমার যা ইচ্ছা কর" এর মত অবস্থা হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"পাঁচ মিনিট"
নিগূঢ় অর্থঃ
এটা বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ বহন করবে ! যদি সে মেকাপ কিংবা তৈরি হতে থাকে তাহলে ৫ মিনিট মানে হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ! আর যদি এটা তোমাকে নিয়ে হয় তাহলে ৫ মিনিট মানে হচ্ছে ০ মিনিট !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"থ্যাঙ্কিউ !"
নিগূঢ় অর্থঃ
ভাল কাজ করেছো এবং ভবিষ্যতেও তোমাকে এরকম কাজ করার পরামর্শ দেওয়া যাচ্ছে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"এটা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না !"
নিগূঢ় অর্থঃ
তার মন মত কাজটা তুমি করতে পারো নি ! তাই এই কাজটা এখন সে নিজেই করবে । এবং তোমার বেকুবীর উপর সে যথেষ্ঠই বিরক্ত !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"তুমি যেখানে চাও আমরা সেখানেই বেড়াতে/খেতে যাবো !"
নিগূঢ় অর্থঃ
বেশির ভাগ এর অর্থ হচ্ছে তুমি যদি আমাকে হ্যাপি দেখতে চাও আমার পছন্দের জায়গাটা নির্বাচন কর !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আমাদের কথা বলা দরকার ! উই নিড টু টক !"
নিগূঢ় অর্থঃ
ইউ আর ডেড ! আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাত কর । ভাল মন্দ খাওয়া দাওয়া করে নাও ! তারপর জানাযার ব্যবস্থা করে ফেল জলদি জলদি !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"তুমি এটা কি করছো ?"
নিগূঢ় অর্থঃ
এটা আসলে কোন প্রশ্ন নয় ! এর মানে হচ্ছে যা তুমি করছো সেটা ভুল ! আমার এটা পছন্দ নয় !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"এটা কি এখন করাই লাগবে ?"
নিগূঢ় অর্থঃ
এটাও কোন প্রশ্ন নয় । এর অর্থ হচ্ছে তুমি যা করছো সেটা করা বন্ধ কর অপেক্ষা করতে থাকো ! আমি তোমাকে নতুন কিছু কাজ করতে দেব !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় সেতা তোমাকে শিখতে হবে !"
নিগূঢ় অর্থঃ
আমার মতের সাথে কিভাবে একমত হতে হবে সেটা তোমাকে শিখতে হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আই এম নট আপসেট !"
নিগূঢ় অর্থঃ
অবশ্যই সে আপসেট ! তোমার খবর আছে ! এবং অবশ্যই সব কিছু তোমার দোষ !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"দেখো আমাদের দুজনের জন্য এইটা দরকার !"
নিগূঢ় অর্থঃ
সে এটা চাচ্ছে ! এবং শান্তিতে থাকতে তোমাকে এটা দিতে হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না !"
নিগূঢ় অর্থঃ
আপাতত সে তোমার সাথে তর্কে পেরে উঠছে না ! আপাতত সে চুপ করে চিন্তা ভাবনা করতে চায় কিভাবে তোমাকে বাগে আনা যায় !
আশা করি সবাও বুঝে নিয়েছেন কি কি করা লাগবে । কোন কথার পরিপেক্ষিতে ঠিক কি কাজ করা লাগবে ! যাক আজকের মত এই পর্যন্ট বিজ্ঞানীরা আর নতুন কিছু আবিষ্কার করলেই সেটা নিয়ে আবারও হাজির হয়ে যাবো !
তথ্যসুত্রঃ
গার্লস এনক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৮