বন্ধুর পিসি ঘাটতে ঘাটতে পেলাম একটা অর্ণব এর একটি গান। গানটা ভালো লেগে গেলো। গানের কথা গুলো সম্ভবত কবি জসীন উদ্দিন এর লিখা। তবে তথ্যে ভুলো থাকতে পারে কারন তথ্যটা আমর বন্ধুর কাছ থেকে শোনা। গানের কথা গুলো অসাথারণ তবে গানের মাঝখানে ডুয়েলের অংশটা চমৎকার। ওই অংশটার জন্যই গানটা বার বার শোনা হয়।
গানটার lyric নিচে
ওরে........
হাইলা নদীর লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে ... জনম বাঁকা চাঁদ (২)
তার চাইতে অধিক বাঁকা, হায় হায় (২)
যারে দিসি প্রাণ রে ... দুরন্ত পরবাসী।
আমার হাড় কালা করলাম রে ...
আমার দেহ কালার লাইগা রে।
ওরে আমার অন্তর কালা করলাম রে ... দুরন্ত পরবাসী।
মনু রে ...
ওরে কূল বাঁকা, গাঙ বাঁকা,
বাঁকা গাঙের পানি রে ...
বাঁকা গাঙের পানি (২)
সকল বাঁকায় বাইলাম নৌকা, হায় হায় (২)
তবু বাঁকারে না জানি রে ... দুরন্ত পরবাসী। আমার হাড় কালা করলাম রে ...
আমার দেহ কালার লাইগা রে।
ওরে আমার অন্তর কালা করলাম রে ... দুরন্ত পরবাসী।
মনু রে ...
ওরে হাড় হইল জর জর,
অন্তর হইল গুড়া রে ... অন্তর হইল গুড়া (২)
পিরিতী ভাঙ্গিয়া গেলে, হায় হায় (২)
নাহি লাগে জোড়া রে ... দুরন্ত পরবাসী।
আমার হাড় কালা করলাম রে ...
আমার দেহ কালার লাইগা রে।
ওরে আমার অন্তর কালা করলাম রে ... দুরন্ত পরবাসী।
গানের ডাউনলোড করুন
এই প্রথম ভিডিও পোষ্ট করলাম তাই কোন চান্স না নিয়ে youtube লিংকটা ও দিয়ে দিলাম। উপরেরটা কাজ না করলে নিচেরটা থেকে নামিয়ে নিন।
http://www.youtube.com/watch?v=zcheLHHWBz4

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



