বাংলাদেশ ছাত্রলীগ। কিছু খাটি সোনার ছেলে আর মেয়েদের দিয়ে তৈরী মেধাবী আর সন্ত্রাস নির্ভর এক ছাত্রসংগঠের নাম। মূলনীতি হল শিক্ষা, শান্তি ও প্রগতি। যদিও এই তিনটার একটিও এই শয়তানগুলার মধ্যে নেই। মূলত প্রগতিশীলতার নাম ভাঙিয়ে চাদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, ছিনতাই, লুইচ্চামি, গ্রুপিং ইত্যাদি এদের মুল কাজ। মুখে হাসিনা আর মুজিবের নাম নিতে নিতে এদের উচ্চ রক্তচাপ হয়ে গেছে। কিন্তু শেখ মুজিবের জন্ম কত সালে তা তাদের জানা নেই। বিশ্ববিদ্যালয়ে এমন কোন ছত্রলীগ নেতা পাওয়া যাবে না, যারা কমপক্ষে তিনবার পরীক্ষায় ফেল করে নাই। কেউ কেউ আট থেকে দশ বছর ধরে অনার্স পড়ছে, শুধু নেতা হওয়ার আশায়। হলে থাকতে এদের কোন খরচ লাগে না, খেতে টাকা লাগে না, চুল কাটতে টাকা লাগে না, স্যান্ডেল রঙ করতে কোন টাকা লাগে না, কাপড় সেলাই করতে টাকা লাগে না, মোবাইলে রিচার্জ করতে টাকা লাগে না, চারিদিকে শুধু ফ্রি আর ফ্রি। কারণ সব ফাউ (বিনামূল্যে) খাওয়া হচ্ছে এদের am in life. তারা সবাই নেতা, নেতার কাছ থেকে কোন টাকা চাওয়া যাবে না, সব কিছু ফ্রিতে পাওয়া তাদের নৈতিক অধিকার। কেননা তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তাদের রক্তে হাসিনা আর মুজিব মিশে আছে। শিবির আর ছাত্রদল পেটানোর চাইতে, এরা গ্রুপিং করে নিজ দলের নেতা কর্মীদের পেটাতে বেশি ভালবাসে। শুধু ছেলে নয়, মেয়েরাও মারামারিতে কম নয়। মেয়েরা একটা পোস্টের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। ছোট ভাইদের কাছ থেকে সালাম শুনতে এরা খুব ভালবাসে। আবার এদের ওপর ফাপর নিতে ওস্তাদ। কথা না শুনলেই মা-বাবা তুলে অশ্লীল ভাষায় গালাগালি করতে এরা দ্বিধা করে না।
ছাত্রলীগের এত সুনাম করার উদ্দেশ্য হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাধে হলে থাকার সৌভাগ্য আমার হয়েছে। ফলে এই জানোয়ারগুলোর পাশে থাকার এক দুর্লভ সুযোগও আমার হয়েছে। দীর্ঘ দিন ধরে এদের পাশে থেকে আমার যে অভিক্ষতাটুকু হয়েছে তা দিয়ে কয়েক খন্ড বই লিখে সাহিত্যে নোবেল পাওয়া যাবে বলে আমি মনে করি। কিন্তু বই লেখার মত যোগ্যতা আমার নেই। তাই ভাবছি ছাত্রলীগের হল পলিটিক্স নিয়ে সামুতে একটা ধারাবাহিক রম্য লিখব। যদি আপনারা পাশে থাকেন। আশা করি এটা কুমিল্লার রসমালাই এর চেয়ে কোন অংশে কম মজা দেবে না। চেষ্টা করব ছাত্রলীগের হল পলিটিক্স এর যাবতীয় খুটিনাটি বিষয় তুলে আনার। আমার বিশ্বাস ছাত্রলীগার ব্যতিত সকলের লেখাটি আরাম দেবে।
আলোচিত ব্লগ
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
রাজাকারের বিয়াইন

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং... ...বাকিটুকু পড়ুন
দাসত্বের শিকল ভাঙার স্বপ্ন দেখা এক ক্রান্তদর্শী ধূমকেতু ওসমান হাদী।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে যে ধরণের রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে, তাহলো বিদেশী প্রভুরদের দাসত্ব বরণ করে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উপর প্রভুত্ব করা , আর... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।