বিপনণবিদ্যার ছাত্র হবার সুবাদে দেশি বিদেশি আলোচিত বিজ্ঞাপন গুলোতে চোখ বুলানোর সুভাগ্য আমার হয়েছে। হঠাৎ করে মনে হল আমদের দেশ এর সেরা বিজ্ঞাপন গুলোর একটা তালিকা করলে কেমন হয়? সে চিন্তা থেকেই আমার এই প্রয়াস।
আসুন প্রথমেই দেখে নেই বাংলা বিজ্ঞপনের ইতিহাসের অন্যতম সফল বিজ্ঞাপনটিকে।
মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপ্স। inter speed
এর বানানো এই বিজ্ঞপন টি খুব তাড়াতাড়ি ফিলিপ্স বাল্বকে বাজারের এক নাম্বার অবস্থাবনে নিয়ে আসে। মজার বেপার কি জানেন? ফিলিপ্স এর জন্য এই বিজ্ঞপন আশীবাদ না অভিশাপ ছিল।
এরপরে আবার আসুন দেখি অনেক পুরান এড। অলিম্পিক ব্যটারির 'আলো 'আলো বেশি আলো" সেই সময়ের হিসাবে জিঙ্গেল্টি অনেক আধুনিক। সাথে মিতা নুর এর কোমর দুলানি নৃত্য।
শরিফ মেলামাইন এর 'ডায়নসর' আমলের বিজ্ঞপন, চুলের স্টাইল, কথা, অঙ্গ ভংগি কিছু এখন র নেই।
এইবার আসুন একটু আধুনিক সময়ের দিকে আসি।
তিশার প্রথম বিজ্ঞপনতি দেখে নেই। কোকাকোলার এই বিজ্ঞপন দিয়ে সবার নযরে আসে তিশা। এর পরে তিশার কোন এড ই 'যুতের' না।
কোকর পর পেপসির বিজ্ঞপনের কথা না বলে পাপ হবে। জেমসের 'পেপসির সেই এড টি
এর পর একটু ভিন্নধরনের এড। বাংলা লিঙ্কের' Independence Day এড।( আমার দেশের গৌরব নিয়ে মাতামাতি করে বহুজাতিক কম্পানি, ভন্দামি পরিলক্ষিত
বাংলা লিঙ্কের ভন্দামির পর গ্রামীণরে ভন্দামির কথা না বলে কি চলে?
মা
এই বিজ্ঞপন চঞ্ছল চৌধুরি কে সবার নযরে নিয়ে আসে। বিজ্ঞপেনের জিঙ্গেল টিতেও চঞ্ছল চৌধুরি গলা দিয়েছেন
এই বার প্রভার এড( মোটেই ১৮ + নয়
মেরিল splash
হায় প্রভা
বাংলাদেশর ছেলে মডেল দের মধ্যে এক যুগের অ বেশি সময় ধরে রাজ়ত্য
কোরছে নবেল। তার ক্যরিয়ারের অন্যতম আলোচিত বিজ্ঞপন ' তোমার জন্য মরতে পারি অ সুন্দরি",
হাজার হাজার মানুষের জায়গা অবৈধ দখল করে আসিয়ান কম্পানি যখন বলে ' নাকে তেল দিয়া ঘূমা" তখন পিত্তি জলে।
আজ এই খানেই শেষ করি।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




