"ক্ষ" ব্যান্ডের কি একটা গান শুনে আমাদের জনগণের নাকি নাকের জল চোখের জল সব এক হয়ে গেছে। গানটা শুনে তাদের নাকি দেশপ্রেম ফাল দিয়া ফাল দিয়া উঠছে। ক্যারে ভাই, আমাদের জাতীয় সংগীত গেয়ে বা শুনে কি আগে কখনো আপনার মনে দেশপ্রেম সৃষ্টি হয় নি? দেশের প্রতি আবেগ আগে কখনো জন্মে নি?
এখন জাতীয় সংগীতের বিকৃত রূপ শুনে আপনার মনে দেশের জন্য তোলপাড় সৃষ্টি হইছে। এই গানটার মিউজিক “আমার সোনার বাংলা” থেকেই শুরু হইছে ঠিক আছে। কিন্তু কন্ঠ দেওয়া শুরু হইছে “কি শোভা, কি ছায়া গো” থেকে। কেন রে ভাই, আমাদের জাতীয় সংগীত কি “কি শোভা, কি ছায়া গো” থেকে গাওয়া শুরু হয়?
এইটাকে জাতীয় সংগীত বলা, শুনা ও গাওয়া চরম অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ। এটা শুধুমাত্র একটা গান হওয়ার যোগ্য। কিন্তু না, আপনি এই ধরনের গান গাইতে বা শুনতে পারেন না। জাতীয় সংগীত আপনার বাপের সম্পত্তি না ইচ্ছে হলেই রিমিক্স করবেন, ইচ্ছে হলেই মাঝখান থেকে গাওয়া শুরু করবেন। জাতীয় সঙ্গীত গাওয়া বা শুনার সময় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। এই গানে সেটাও মানা হয় নি, ২-১ জন ছাড়া বাকিরা সব বসেই ছিল। এই গানটাতে জাতীয় সংগীতের চরম বিকৃতি হয়েছে।
সব কিছু বদলে দিতে নেই, সব কিছু বদলানোও যায় না। জাতীয় সংগীত বদলে দেওয়ার মত জঘন্য কাজ করবেন না। দয়া করে এই গানটা কেউ শুনবেন না, শেয়ার দিবেন না। এই গানটা যেখানেই শুনবেন সেখানেই থামিয়ে দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





