অনেক ভাইয়াই সেটা কেজি দরে বিক্রি করে। তারপর আপনার সারারাত নির্ঘুম থেকে লিখা প্রেমপত্র যায় ঠোঙাওয়ালার কাছে। তারপর আপনার চোখের জল মিশিয়ে লিখা প্রেমপত্র হয়ে যায় ঠোঙা। পরে সেই ঠোঙা চলে যায় মুদি দোকানে, তারপর দেখা যাবে সেটা একদিন মুদির দোকান থেকেই আপনার ঘরেই আসছে।
একটু আগে চাল কিনে আনলাম, হঠাৎ ঠোঙার দিকে নজর গেল। দেখেন কি লিখা আছে। পত্রলেখিকার কোনো নাম ঠিকানা দেওয়া নাই, তাই মনে হয় কোনো সমস্যা হবে না। সবাইকে সাবধান করার জন্যই দেওয়া এই পোস্ট।
একটা পিচ্ছি মেয়ের (মনে হচ্চে ছোটা মেয়ে, স্কুলে পড়ে) লিখা প্রেমপত্র।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




