
এর আগের পোষ্টে একটা এনিমেশান দিছিলাম - অনেকেই ভাবতে পারে এইটা ভালো লাগছে তাই দিছি - আসলে তা না, এই এনিমেশানটাতে দেখানো হইছে একজন নারীর জীবন চক্র। একজন মানুষের আয়ু যদি ৮০ বছর হয় তাইলে ৮০ বছরের জীবনটারে দেখানো হইছে মাত্র কয়েক সেকেন্ডে। উক্ত এনিমেশনের মতো যদি কোন ঘটনাকে ফটোগ্রাফ এর মাধ্যমে প্রকাশ করা হয় তা হইলে সেইটারে বলে টাইম লেপস ফটোগ্রাফী। এইটাই হইলো টাইম লেপস ফটোগ্রাফির মূল বিষয়, অর্থাৎ কোন ঘটনাকে সল্পসময়ে প্রকাশ। এর ব্যবহারিক প্রয়োগ আমরা অহরহই দেখি - যেমন কোন ফুল প্রস্ফুটিত হইতেছে।
আরেকটা এনিমেশন দেখি...

টাইম লেপস ফটোগ্রাফী প্রকাশের সোজা পন্থা হইলো GIF এনিমেশান - আবার ভিডিও ক্লীপ দিয়াও প্রকাশ করে।
ইউটিউবে অনেক আছে
আসো কয়টা আগে দেইখ্যা নেই ...
কেমনে করে - তার পদ্ধতি পরের পোষ্টে কমু নে
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




