এইডা কৈলাম একটা আসলেই সিরিয়াস বিষয়, ভাই/ভইনেরা।
অফিসে/চেম্বারে আইজ চরম কামের প্রেশার।
আর খালি পুষ্পিতা ভইনের
মনে হৈতাছে এই সব ালের কেস-ফেস, ফাইল-ফুইল ফালাইয় থুইয়া যাইগা "ঘন-ঘোর বরিষায়"।
মনে হৈতাছে মহাকাব কালিদাস ঠাকুর্দারে খপর দিয়া আইনা হ্যার কাছ থিকা 'মেঘদুতম' হুনি।
মনে হৈতাছে বুইড়া রবীন্দ্রনাথ দাদুরে নিয়া ঝুম বৃষ্টির মইধ্যে নীপবনে ছাইড়া দিয়া আসি।
আরেক্টা/আরেকজনের কথা মনে আস্তিছে, সেইগ্লা আপ্নেগোরে কমুনা :!>
কথা নাই বার্তা নাই ধুম কৈরা বুকের ভেতর হানা দেয় বুইড়া ঠাকুর-
"ভরা বাদর মাহে ভাদর, শূণ্য মন্দির মোর........."
এইজন্যই গিয়ানী গুনী সমাজের সবাইরে জিগাই, আসলে কাহিনীডা কি? বৃষ্টি আর আম্গোর মন এই দুইডার মধ্যে কি এমুন রসায়ন কাম করে ??
এমনে সব ঠিক ঠাক, অথচ যেই বৃষ্টি নামে সাথ্থে সাথ্থে কানের মইধ্যেমেঘ-মল্লার, মাথার মইধ্যে বুইড়া রবীন্দ্রনাথ।
হালায়, আজিব দুনিয়া।
যাউকগা, এই নেন বৃষ্টি উপলক্ষে আপ্নেগোর লিগা একটা টি শার্ট গিপ্টাইলাম
অরিজিনাল ছবিটা দেখেন
আসেন উপ্রের ছবিটারে আই মিন বৃষ্টিরে ফ্রেমে বাইন্ধা থুই
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


