কেউ কেউ লিখে রাখে রক্তের পোস্টার
সবার থেকে আলাদা কিছু মুখ
কিছু কিছু মানুষ - সাহসের দীপ্ত দীপশিখা
হাজার ভেজা পাতার ভীড়ে
প্রাণময় বর্ষার কদমফুল
থাকে কিছু মানুষ; আলগোছে আলাদা
লিখে রাখে রক্তশপথ গান
"এই পথে আজ জীবন দেব, রক্তের বদলে ফাঁসি নেব"
তারপর বর্ষাশেষে কাপুরুষ স্যাঁতস্যাঁতে তাপে
ঝরে পড়ে আপাত দৃষ্টিতে
প্রকৃতার্থে দীপ নিভে যায় না
একটি শিখা থেকে আসে শিখার মিছিল
একটি শিখার অন্তরালোয়
হাজারো শিখা আনে নতুন দিন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




