(সতর্কীকরণঃ- বেফাস ,কোন ধর্ম অ্পমানকর মন্তব্য করবেন না যদি করতেই হয় যুক্তিগত গঠনমূলক মন্তব্য করুণ অন্যথ্যায় আপনার মন্তব্য মুছে ফেলা হবে আর যাদের সমস্যা হয় পোস্টে আসবেন না।)
আগে এই ভিডিওটি দেখে নিন ঃ
দেখুন, IUBAT তে পাঞ্জাবি আর টুপি পরে যাওয়ায় ভিসির আদেশে গেইটে লাঞ্চিত করা হচ্ছে ছাত্রদের। আর হিজাব পরায় লাঞ্চিত করে গেইট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছেনা ছাত্রীদের।

সংবিধানে সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।তাহলে এই ভিসি কিভাবে ইসলাম ধর্মের বিরোদ্ধে কথা বলে ?? কই ঐ সমস্ত সুশীল সাংবাদিক যারা ফেসবুকে কুরবানির জবাই করা ছবি দেখে নিউসে ঝড় তুলেছিল ? আজ তারা নিরব ক্যান ???
কিরে ইসলাম ধর্ম নিয়ে এত চুলকানি ক্যারে ?? অন্যান্য ধর্ম হিন্দুদের ধুতি তিলক সিঁদুর আর বৌদ্ধের পোশাক কি চোখে পড়েনা ??? ঐসব দেখে তাদের নিরবতা কিসের লক্ষন ???

যদি আজ এই ব্যাপারটা ইসলাম না হয়ে অন্য ধর্মের প্রতি করা হত তাহলে এতক্ষনে দৈনিক সহ সব চ্যানেলে সুশীলদের চাটুকারিতা আর ইসলাম ধর্ম সহ ঐ ভিসিকে জঙ্গি মৌলবাদের দালাল বলতেও দ্বিধা করত না ???
কোথায় আজ বাংলার সেই মতি আলো আর নাস্তিক পশ্চিমাদের পা চাটা গোলামেরা যারা ইসলামের গন্ধ পেলেই পত্রিকা চ্যানেল সহ কলাম আর টকশোতে মুখের ফ্যাদা তুলে তারা নিরবতায় ক্যান ???
আশ্চর্য- বাংলাদেশ - যেখানে ৯৫ % মানুষ মুসলিম- ওই দেশে - একজন ভিসি মতলোক একটা বিশ্ব বিদ্যালয়ে কিভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে ইসলামের বিরোদ্ধে কথা বালার অনুমতি পায় বা সাহস আর মুসলিমরা তা মেনে নেয় ?
এমনও তো নয় যে, ইউনিভার্সিটিতে ড্রেস কোড আছে। একজন মেয়ের জিন্স পড়ে আসার স্বাধীনতা থাকলে কেন হিজাব করে আসার স্বাধীনতা থাকবে না? একজন ছেলের টি-শার্ট পড়ে আসার অধিকার থাকলে কেন জুব্বা পড়ে আসার অধিকার থাকবে না?
(IUBAT)-এর ফাউন্ডার আলিমুল্লাহ মিয়ান নামটা কি ইহুদী-খৃষ্টানের মনে হচ্ছে? না ভাই, উনি ইহুদী-খৃষ্টান কেউ নন।উনি মুসলিম > তাহলে উনার ধর্মীয় পোশাকে সমস্যা কি?

বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উচু করি মুসলমান।
দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লার ওড়ে নিশান
মুখেতে কালিমা হাতে তলোয়ার বুকে ইসলামি জোশ দুর্বার, হৃদয়
লয়ে ইশক আল্লাহর চল আগে চল বাজে নিশান।
হে বিবেক ! আর কতকাল নিজের উম্মাদনায় কাটাবে ?
আর কতকাল মানবতার বেড়াজালে ধুমরে ধুমরে কাদবে ?
আর কতকাল অপমানিত হবে আল্লাহর দ্বীন ক্ষমতাধরের কাছে ?
আর কতকাল মানবাতার দুয়ারে ইমানি চেতনা মার খাবে ?
তার হিসাব কি কার জানা আছে ?
বিবেকের তারনার কাছে কি তুমি বন্দি ?
তুমার মুখ হাত পা কি বাধা ?
তুমি কি মুসলিম ইতিহাসের পাতায় চুখ মেলনি ?
কি হতে পারে তুমার শেষ পরিনাম ?
হে যুব-তরুন মুসলিম !
তুমি কি চিন্তা করেছ কক্ষনো
তুমি কোথায় ছিলে ?
তুমি কোথায় থেকে তুমি এসেছ ?
কি জন্যে এসেছ ?
তুমার শেষ ঠিকানা কি ?
মোট কথা ...........................
ওই বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি।
IUBAT কর্তৃপক্ষ সম্প্রতি ধর্মীয়-পোশাক অর্থাৎ, পাঞ্জাবী এবং নিকাব পরিহিতাদেরকে ক্লাস তো দূরের কথা, ক্যাম্পাসে ঢুকতেই দিচ্ছে না।এর প্রতিবাদে গত ২৭ শে অক্টোবর ভার্সিটি অভিমুখে শিক্ষার্থীদের আন্দোলন।
আমাদের মৌলিক অধিকার এর মাঝে পোষাক ২য় অবস্থানে আছে। একটা জাতির পোষাক তাদের ইতিহাস এবং ঐতিহ্য ধারন করে।তেমনি পোষাক ধর্মীয় পরিচয়-ও বহন করে।
একটা বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জ্ঞান আহরনের যায়গা। এখানে সবাই আসে জ্ঞান আহরন করতে, তাই বলে কি নিজের ইতিহাস-ঐতিহ্য এবং ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে?
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



