দেশের যে কোন ইসু নিয়ে সামুর কিছু সংক্ষক ব্লগারা দুই ভাগ হয়ে দুই দিকে ছিটকে পরে....
কেন....???
এর কারন আমাদের দেশে কুলেশিত অন্ধের রাজনীতি
এই কুলেশিত অন্ধের রাজনীতি কে ঘৃণা করা উচিত,
এই অন্ধের রাজনীতি আমাদের দেশ-প্রেমের বড় বাধা হয়ে আসছে যুগ যুগ ধরে ....
এই সকল শকুণে-দল (আওয়ামি লীগ, বিএনপি, জামাত ও জাতিয় পাটি .....)
পার-গাছার মত দেশ কে কুরে-কুরে খাচ্ছে আর দেশ ও দেশের জনগনের সাথে যুগ যুগ ধরে বেইমানি করে আসছে.
সাথে থাকছে বিশিষ্ট সরকারি লোভী আমলারা, কিছু লোভী সেনা কর্মকর্তা, বিশিষ্ট লোভী ব্যাবসাহী, লোভী দাতা গোষ্টী এবং কিছু বৈদেশীক রাষ্ট্র দুত......
এখনো শিক্ষিত ও অশিক্ষিত জনগণ অন্ধের মত ভোট দেয়
ও...
কেহ ভোট পায় বাপের নাম বিক্রি করে....
কেহ ভোট পায় স্বামীর নাম বিক্রি করে....
কেহ ভোট পায় ধর্মের নাম বিক্রি করে....
কেহ ভোট কেনে অর্থ দিয়ে ......
দেশ এভাবেই চলবে....
যত দিন পর্যন্ত না দেশের শিক্ষার মান না বাড়বে...
যত দিন পর্যন্ত না দেশের শিক্ষিত জনগণে পাল্লা ভারী হবে...
তখন জনগণে মধ্য অন্ধ ভক্ত থাকবে না,
জনগণ বুঝতে পারবে কোনটা/কে দেশ জন্য ঠিক...
যারা এই বাংলাদেশে-বাংঙালীর শত্রু তারা চায় এই জাতি যেন কোন সময় এক হতে না পারে এবং ঐ সকল ব্লগারাদের মত বিভিন্ন ভাগে ভাগ হতে থাকে ও ছিটকে পরে বিভিন্ন দিকে ....
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





