নিয়মানুগ অপরাধ বোধগুলো
মুক্তি দেয় আমায়,
প্রশান্তির শ্বাস ফেলি আমি
মাটির সোঁদা গন্ধে;
মাতৃগর্ভে গুটিয়ে নিজেকে সমর্পন করি
বিধাতার কাছে অসংলগ্নতায়।
আমার ভয় আমাকে সাহসী করে
আমার পাপ আমাকে নিষ্পাপ করে।
অস্থিরতা ছেঁয়ে থাকে সারাক্ষন,
তবুও সময় স্থির
আমার বিষন্নতায় আচ্ছন্ন জগতে;
হোকনা কৃত্রিম তবু একান্তই আমার
বাস্তবতা নয়, স্বপ্নও নয়।
এ যেন সবকিছুর শেষ
যার কোনো শুরু ছিলোনা,
যে শুরুর প্রস্তুতি পর্ব অনন্ত
যে শেষ বারে বারে ফিরে আসে
কাঙ্খিত বিষন্নতার কাছে অকৃত্রিমতায়,
কৃত্রিম ভালোবাসায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




