-------------
বুকের ভেতরে এক সংগোপন জলপাই বন
তছনছ হয়ে গেছে, মৃত ডালপালা
চেয়েছে তোমাকে ছুঁতে, মমতায় সঘন উন্মন
কাঙ্ক্ষাগুলো পলে পলে বাড়িয়েছে জ্বালা;
তবু দ্যাখো, অশ্বত্থের দৃঢ়তা যেমন
মহাশূন্য মাঠের ওপরে একা একা
ছুঁয়ে দেয় আসমানের উন্নাসিক ঝুঁটি;
স্তম্ভিত নাভীতে রেখে সব মনোযোগ
উঠে গেছি উলম্বের ঋজুতার দিকে__
এই বিদ্যা, হয়তো তোমারই কাছে শেখা।
সকল আনন্দ শেষে, হয়তো দুর্যোগ
অকস্মাৎ বে-নোটিশে আসে; সব রং ফিকে
হয়ে পতাকার স্পর্ধা ঝরে, চোরের মতন
বোকা, হতভম্ব, কেবল দাঁড়িয়ে থাকে খুঁটি !
-------------
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




