নারী-পুরুষের যৌন ভাবনা নিয়ে সমাজবিজ্ঞানীদের ভাবনা-চিন্তার যেন শেষ নেই। সেক্স সময়কালে পুরুষ কিভাবে তা নিয়ে ইতোমধ্যে যেমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তেমনি এখন আবার নারীরা তাঁদের সঙ্গীর সাথে মিলনের সময় কি চিন্তায় মশগুলল থাকে সমাজবিজ্ঞানীরা তাও ছপিয়েছে। আর নারীরা কি ভাবে তা নিয়ে পাঠকদের ইদ্দেশ্যে আজকের লেখা।
নারী বিষয়ে হলিউডের এক প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় জানান, সঙ্গীর সাথে মিলনের সময় নারীরা তাঁদের পুরোনো প্রেমিক, নীল ছবি, এমনকি মুদি দোকানে এসব নিয়েই বেশঅ ভাবেন। মিলনের মুহুর্ত নিয়ে ভাবতে অত বেশী আগ্রহী নয় মেয়েরা। পুরুষ সঙ্গীর সাথে বিছানায় শূয়ে শুয়ে দোকানে কি কিনতে যেতে হবে, কি জুতে পরলে আরও আকর্ষনীয়া লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে এমন ভাবনায় মশগুল থাকতে পছন্দ করেন তাঁরা।
মিলন শেষে ‘কি-করতে হবে’- জাতীয় ভাবনার ব্যস্ত লিস্ট তৈরী করেন নারীরা।অপরদিকে আরও কিছু নারী জানিয়েছেন সত্যিই বিছানায় থাকাকালীন কিভবেন তাঁরা।অবিবাহিতা ভারতীয় কমেডিয়ান সাজিয়া মির্জা (৩৪) উল্লেখ করেন তাঁর বান্ধবীরা পুরুষদের সাথে ডেটিংকালে কেবলই ‘কি-করতে হবে’ জাতীয় একটি তালিকা বা লিষ্ট তৈরী করে। যেমন, ডেটিং শেষে বিছানার কাপড় ধুতে হবে প্রথমেই।
তারপর তাদের ভাবনা একটি সুন্দর দামী পারফিউম কিনতে হবে এবং সবশেষে রঙিন জুতোর দোকানে একটা ঢুঁ মেরে যেতে হবেই। এছাড়াও নারীরা গোপনে মনের মানুষটিকে নিয়ে ভাবেন। সাজিয়ার উদ্ধৃতি দিয়ে সান প্রত্রিকা জানায়, তাঁর যে বান্ধবীটি সত্যিই স্বামীপ্রবরকে ভালবাসত, যৌনমিলনকালে সে হলিউডের সেক্সিসিম্বল নায়কদের নিয়ে ভাবত। মিলনের মুহুর্ত নিয়ে তাঁর কোন মাথাব্যাথা থাকত না।
মধ্যবয়েসী নারী কেথি লেইট (৫১) জানান, দু’দুবার আমি বিয়ে করি। এছাড়াও অনেক বয়ফ্রেন্ড নামক লাভার ছিল আমার। আর সত্যি বলতে কি, অতীত বয়ফ্রেন্ড লাভার নিয়ে বেশ সুখী ছিলাম আমি। কিন্তু সেক্সের সময়কালে আসলে আমিও মুদি দোকানের কেনাকাটা এবং ব্যক্তিগত ওয়ার্ডরোবে রুক্ষিত আমার ৮২ জোড়া জুতোর ভাবনা মাথায় ঘুরত।এছাড়া অনেক গৃহীনী স্বীকার করেছেন সঙ্গী পুরুষটির পেশীবহুল শরীর নিয়ে ভাবতে মোটেই ভাল লাগেনা।
৩৩ বছর বয়স্ক সারাহ মিলিকান সম্পর্কের ব্যপারে বলেন, সিনেমা ছেড়ে কখনই আমি বের হইনি। মিলনকালেও আমি এটা থেকে বেরিয়ে আসতে পারিনা। সবসময়েই ভাবি এরচেয়েও ভাল কিছু হবে- জানান তিনি।
আলোচিত ব্লগ
জামাত কি দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাতে চায়? পারবে?
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।

১৯৭১ এ জামাতের যে অবস্থান, তা নিঃসন্দেহে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
=যাচ্ছি হেঁটে, সঙ্গে যাবি?=

যাচ্ছি হেঁটে দূরের বনে
তুই কি আমার সঙ্গি হবি?
পাশাপাশি হেঁটে কি তুই
দুঃখ সুখের কথা ক'বি?
যাচ্ছি একা অন্য কোথাও,
যেখানটাতে সবুজ আলো
এই শহরে পেরেশানি
আর লাগে না আমার ভালো!
যাবি কি তুই সঙ্গে আমার
যেথায়... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।