somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রচলিত/প্রাচীন বাংলা তারিখ গননার আধুনিক পদ্ধতি

২৯ শে জুলাই, ২০১২ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে যে কারন দেখিয়ে বাংলা পঞ্জিকার বাংলা একাডেমী সংস্কার করা হয়েছে তা কেন অনুচিত এটাই এখানে তুলে ধরছি। বাংলা পঞ্জিকা একমাত্র তারিখ গননাই সীমাবদ্ধ নয়। এর সাথে তিথি-নক্ষত্র-যোগ-করন-বার-অরুনোদয় ইত্যাদির হিসাব জড়িত রয়েছে। বাংলা তারিখ যেহেতু সূর্য্যের দ্রাঘিমা অনুসারে নির্ণয় করা হয়, তাই তারিখ পরিবর্তনের সাথে সূর্য্যের দ্রাঘিমাংশও পরিবর্তন করা যুক্তিযুক্ত হবে। এটা একমাত্র অয়নাংশ শোধনেই সম্ভব, বাংলা তারিখ পরিবর্তনে নয়।

প্রথমে জেনে নেয়া যাক বাংলা একাডেমী সংস্কার এর কিছু বৈশিষ্ঠ্য:

১. সাধারণভাবে বাংলা বর্ষপঞ্জির বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রতিমাসে ৩১ দিন এবং আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত প্রতিমাসে ৩০ দিন গণ্য করা হবে।

২. গ্রেগরীয় বর্ষপঞ্জির অধিবর্ষে যে বাংলা বছরের ফাল্গুন মাস পড়বে সেই বাংলা বছরকে অধিবর্ষ গণ্য করা হবে।

৩. অধিবর্ষে ফাল্গুন মাস ৩১ দিনে গণ্য হবে।

৪. আন্তর্জাতিক রীতি অনুযায়ী রাত ১২টায় তারিখ পরিবর্তিত হবে।

সূত্র: বাংলা সন ও পঞ্জিকার ইতিহাস ও সংস্কার, শামসুজ্জামান খান, মহাপরিচালক, বাংলা একাডেমী, ঢাকা, বাংলাদেশ

এখানে আমাদের দক্ষিন-পূর্ব-এশিয়ার (বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা, মায়ানমার ও ভারতের আসাম, মণিপুর, ত্রিপুরা, কেরালা, উত্তরাখন্ড, ওড়িষ্যা এবং তামিলনাড়ু অঞ্চলে প্রায় সমসাময়িক সময়ে চৈত্র সংক্রান্তি হয়ে থাকে, এ নিয়ে পরে পোষ্ট দেব) সকল পঞ্জিকার সাধারণ নিয়মকে বিসর্জন দেয়া হয়েছে, যেমন: সূর্যোদয়ে দিন শুরুর নিয়ম। যা হউক আমি আমার যুক্তিগুলো নিম্নে উপস্থাপন করছি:
১. হিজরী তারিখের গণনা সম্পূর্ণ চন্দ্র নির্ভর, ঠিক তেমনি আমাদের বাংলা পঞ্জিকার তারিখ সূর্য্য নির্ভর। যেদিন রাত্র ১২টার মধ্যে সূর্য্য ০ ডিগ্রি দ্রাঘিমাংশে প্রবেশ করে তার পরদিনই ১লা বৈশাখ হয়। যেদিন রাত্র ১২টার মধ্যে সংক্রান্তি হয় তার পরদিন মাসের ১ম দিন (সূত্র: The Indian calendar: with tables for the conversion of Hindu and Muhammadan, By Robert Sewell, Śaṅkara Bālakr̥shṇa Dīkshita, Robert Gustav Schram পৃষ্ঠা ১২)। এই নিয়ম ধরে আমাদের প্রচলিত পঞ্জিকা প্রায় ১৪০০ বৎসর ধরে চলে আসছে তা হঠাৎ করে পরিবর্তন করা আমাদের বিভ্রান্তিই শুধু বৃদ্ধি করেছে। প্রতি বৎসরের ঈদকে যেমন গ্রেগরিয়ান পঞ্জিকার কোন নির্দিষ্ট তারিখ ধরে উদযাপন করা যায় না, ঠিক তেমনই ১লা বৈশাখকেও কোনও নির্দিষ্ট তারিখ ধরে উদযাপন অসমীচীন।
২. বাংলা পঞ্জিকার তারিখ ধরে বাংলাদেশ, ভারতের পশ্চিম বঙ্গ, ত্রিপুরা, আসাম ও মণিপুরের নানা হিন্দু ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে যা শুধু পহেলা বৈশাখ উদযাপনে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের সংস্কারটি শুধুমাত্র পহেলা বৈশাখ উদযাপনে কাজে আসে আর কোথাও ব্যবহৃত হয়, তা দেখা যায়নি। বাংলা পঞ্জিকা নির্ভর আরও কয়েটি ধর্মীয় অনুষ্ঠান: বৈশাখ মাসের প্রথম দিন ব্যবসায়ীরা হালখাতা ও গণেশ পূজা করে থাকেন, ভাদ্র মাসের শেষ দিন “শ্রীশ্রীবিশ্বকর্মা পূজা”, কার্ত্তিক মাসের শেষ দিন “শ্রীশ্রীকার্ত্তিক পূজা”, ও চৈত্র মাসের শেষ দিন চড়ক পূজা ইত্যাদি।

এবার আসি “পাণ্ডে-কমিটিতে শুধু পঞ্জিকা বিশেষজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানীরা ছিলেন না, ড. বিভি রমণ নামে এক জ্যোতিষী এবং দ্বৈবজ্ঞ পঞ্জিকাকারও ছিলেন। তাদের সুবিবেচিত এবং সুচিন্তিত সিদ্ধান্ত হলো ‘The year shall start with the month of vaishkha when the sun enters nirayana mesarasi, which will be 14th April of the Gregorian calendar’”। এই মতটি বাংলা পঞ্জিকাকাররা জানতেন না তা নয় কিন্তু গ্রহনযোগ্য হয়নি কেন, আমি তা উদাহরণ সহকারে বলছিঃ

১। ২০১১ সালে ১৪ই এপ্রিল সূর্য্য মেষ রাশিতে প্রবেশ করে দুপুর ৩টা ২০-২৫ মিনিটের মধ্যে। এই সময়ের পরে বৈশাখ (মেষ প্রবৃত্তি) শুরু হয় তার আগে নয়। ১টি দিনের অর্ধেকটা চৈত্র মাসের শেষ দিন বাকি অর্ধেকটা ১লা বৈশাখ তা যুক্তিসংগত মনে হয় না বলেই সে বৎসর, ১৪১৮ বঙ্গাব্দ ১৫ই এপ্রিল শুরু হয়েছিল।

২। এ বৎসর, ১৩ই এপ্রিল ২০১২ সূর্য্য মেষ রাশিতে প্রবেশ করে রাত্র ১০টা ৩০-৩৫ মিনিটের মধ্যে তাই ১৪ই এপ্রিল, ১লা বৈশাখ ১৪১৯ শুরু হয়।

৩। আগামী ১৫ই এপ্রিল ২০১৪ খ্রীষ্টাব্দে ১লা বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ শুরু হবে, কেননা সূর্য্য মেষ রাশিতে প্রবেশ করবে ১৪ এপ্রিল ২০১৪ খ্রীষ্টাব্দ সকাল ১০:০০:০০টা সময়ে।

বাংলা পঞ্জিকা অবৈজ্ঞানিক বলার চেয়ে তার ভিতরের গণিতের অনুসন্ধান শ্রেয়ঃ

১। গানিতিক ভাবে দেখানো যায় যে ২০১৪ খ্রীষ্টাব্দের ১৫ই এপ্রিল, কিভাবে ১লা বৈশাখ হয়। বাংলা পঞ্জিকা গননার ০ পয়েন্ট (সূর্য্য মেষ রাশিতে প্রবেশ করেছিল তার জুলিয়ান ডে) JD = 1938094.483733333 (594 March 19 23:36:34.3 BDT Friday), যেহেতু ২০শে মার্চ ৫৯৪ খ্রীষ্টাব্দে বাংলা ১লা বৈশাখ ১ বঙ্গাব্দ ছিল। (আমার বিভিন্ন নিবন্ধে আমি তার প্রমান দিয়েছি )

ক) ১৪২১ বঙ্গাব্দর শুরুর ঠিক আগের দিন ছিল ১৪২০ বঙ্গাব্দ তাকে বাংলা ১ বৎসরের মান: 365.258756481482 (সুর্য্য সিদ্ধান্ত মতে) দ্বারা গুন করুন
1420 X 365.258756481482 = 518667.4342

খ) উক্ত গুণফলকে বাংলা পঞ্জিকা গননার ০ পয়েন্ট মানের সাথে যোগ করুন
1938094.483733333 + 518667.4342 = 2456761.918 (জুলিয়ান ডে)

গ) উক্ত জুলিয়ান ডে-কে গ্রেগরিয়ান তারিখে রুপান্তর করলে দাঁড়ায় 2014 April 14 10:01:55.2 BDT Monday
যা সূর্য্যের মেষ রাশিতে প্রবেশ কালের সমান সময় হবে, তা হলে ১৫ এপ্রিল ২০১৪ খ্রীষ্টাব্দ তারিখে, ১ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ মঙ্গলবার হবে।

২) এবার ২১ ফেব্রুয়ারী ১৫৫২ খ্রীষ্টাব্দে বাংলা কত তারিখ ছিল তা বের করি? এ দিনের JD = 2434063.75

ক) 2434063.75 থেকে বাংলা পঞ্জিকা গননার ০ পয়েন্ট JD = 1938094.483733333 বিয়োগ করুন

2434063.75 - 1938094.483733333 = 495969.26626667

খ) উপরের বিয়োগ ফলকে 365.258756481482 (বাংলা ১ বৎসরের মান) দ্ধারা ভাগ করুন
495969.2663/365.258756481482 = 1357.85729285265

গ) ভাগ ফলের পূর্ণ সংখ্যার সাথে ১ যোগ করুন
১৩৫৭ + ১ = ১৩৫৮ বঙ্গাব্দ

ঘ) ১নং উদাহরনের মত
1357 X 365.258756481482 + 1938094.483733333
= 2433750.6162787 (সূর্য্যের মেষ রাশিতে প্রবেশ কাল)
= 1951 April 14 02:47:25.7 BDT Saturday গ্রেগরিয়ান তারিখ

তা হলে ঐ বাংলা বৎসরে ১লা বৈশাখ ১৩৫৮ বঙ্গাব্দ ছিল ১৫ এপ্রিল রবিবার ১৯৫১ ইং।

ঙ) ২০ ফ্রেঃ ১৯৫১ – ১৫ এপ্রিল ১৯৫২ = ৩১১ দিন বিগত

চ) চার্টঃ 0, 30.92569444, 62.63289352, 94.00184028, 125.4761458, 156.4885417, 186.9247338, 216.8066667, 246.3155787, 275.6427546, 305.0935301, 334.9103588

(মাস শুরুর প্রথম দিন পেতে হলে তার আগের দিন সংক্রান্তি কখন তা জানতে হবে। এ জন্য সূর্য্যের মেষ রাশিতে প্রবেশ কাল JD-র সাথে এই চার্টের একটি নাম্বার মাস অনুসারে যোগ করতে হবে। প্রথম ০ = বৈশাখ, 30.92569444 = জৈষ্ঠ্য, ........................ 334.9103588 =চৈত্র ধরে)

ছ) উপরের চার্ট থেকে দেখা যায় ৩১১ সংখ্যাটি ৩০৫.০৯৩৫৩০১ থেকে বেশী অর্থাৎ ফাল্গুন মাস শুরু হয়ে কিছু দিন গত হয়েছে।

এবারে ঘ) নং থেকে প্রাপ্ত 2433750.6162787 এর সাথে 305.0935301 যোগ করুন = 2434055.7098088 এটি কুম্ভ সংক্রান্তির জুলিয়ান ডে।

জ) উক্ত জুলিয়ান-ডে কে গ্রেগরিয়া তারিখে রুপান্তর করলে দাঁড়ায় 1952 February 13 05:02:06.7 BDT Wednesday যেটি মাঘ মাসের শেষ দিন। তা হলে ১৪ ফেব্রুয়ারী ১৯৫২ খ্রীষ্টাব্দে, ১লা ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ বৃহস্পতিবার হবে। ১৪ তারিখ থেকে ২১ তারিখ (২১-১৪+১=৮) পর্যন্ত ৮ দিন।
তাহলে ২১ ফেব্রুয়ারী ১৫৫২ খ্রীষ্টাব্দ = ৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ বৃহস্পতিবার।

বিঃ দ্রঃ
১. জুলিয়ান ডে কে গ্রেগরিয়া তারিখে রুপান্তর করার জন্য Click This Link এই সাইটের সাহায্য নিতে পারেন অথবা নিম্নের সূত্রটি ব্যবহার করতে পারেন:
jd = day + (153m + 2)/5 + 365y + y/4 - y/100 + y/400 - 32045 + (hour-12)/24 + minute/1440 + second/86400
সূত্র: http://en.wikipedia.org/wiki/Julian_day

২. আমার এই গানিতিক পদ্ধতিটি বাংলা পঞ্জিকা পাঠ করে উদ্ধার করেছি, এবং তা ভারত ও বাংলাদেশ থেকে প্রকাশিত পঞ্জিকা সমুহের সাথে মিলিয়ে সত্যতা যাচাই করেছি, এবং এই পদ্ধতি সূর্য্যসিদ্ধান্ত পদ্ধতি সমর্থন করে । এর উপর আমার একটি সফটওয়্যারও রয়েছে যা c#.net দিয়ে তৈরী, কোন পাঠক চাইলে আমার সফটওয়্যারটি ডাউনলোড করে দেখতে পারেন (http://www.ponjika.com/BanglaPonjika) বা প্রোগ্রামারদের জন্য আমার কোডটি সরবরাহ করা যাবে।

আবারও বলছি বঙ্গীয় অঞ্চলের হিন্দুরা সকল সংক্রান্তি (সূর্য্যের রাশি প্রবেশ কাল) বাংলা তারিখ অনুসারে পালন করে থাকে, সেখানে ১লা বৈশাখ নির্দিষ্ট করে দিলেই হিন্দুরা প্রচলিত পঞ্জিকা বাদ দিয়ে নতুন পঞ্জিকা গ্রহন করতে পারবে বলে মনে করাটা চাপিয়ে দেয়া ছাড়া কিছুই নয়। যাহউক কিছু সংক্রান্তি (সূর্য্যের দ্রাঘিমা অনুসারে গনিত পঞ্জিকা অনুসারে) পালনের উদাহরন দিচ্ছি, যেমনঃ চৈত্র/বিশু/বিহু সংক্রান্তিতে (১লা বৈশাখের আগের দিন)চড়ক পূজা ও বিশু/বিহু উৎসব, কন্যা সংক্রান্তিতে (১লা আশ্বিনের আগের দিন) বিশ্বকর্মা পূজা, বৃশ্চিক সংক্রান্তিতে (১লা অগ্রহায়নের আগের দিন) কার্ত্তিক পূজা, মকর/পৌষ সংক্রান্তি (১লা মাঘের আগের দিন), এবং কুম্ভ সংক্রান্তিতে (১লা ফাল্গুনের আগের দিন) ভারতের বিখ্যাত কুম্ভ মেলা।

অন্যদিক আর আর সকল পূজা পার্বন বার-তিথি-নক্ষত্র যোগে পালন করা হয়, কয়েকটি পর্বের উদাহরনঃ
১। চান্দ্র চৈত্র ৭ তারিখ অর্থাৎ চন্দ্র চৈত্র মাসের শুক্ল সপ্তমি তিথিতে শ্রীশ্রীবাসন্তিদেবীর সপ্তমী বিহিত পূজা
২। চান্দ্র বৈশাখ ১৫ তারিখ/তিথিতে শ্রীকুর্ম জয়ন্তী, শ্রীমাধবী-পূর্ণিমা/বৈশাখী পূর্ণিমা, শ্রীবুদ্ধ পূর্ণিমা (ভগবান বুদ্ধের আর্বিভাব তিথি)
৩। চান্দ্র জৈষ্ঠ্য ১৫ তারিখ/তিথিতে শ্রীশ্রীজগন্নাথ প্রভুর স্নান যাত্রা ও অম্বুবাচী শুরু
৪। চান্দ্র আষাঢ় ২ তারিখ/তিথিতে শ্রীশ্রীজগন্নাথ প্রভুর রথ যাত্রা/শ্রীস্বরূপ দামোদর গোস্বামির তিরোধান
৫। চান্দ্র আষাঢ় ৮ তারিখ/তিথিতে ত্রিপুরিদের খার্চী পূজা
৬। চান্দ্র শ্রাবণ ২৩ তারিখ অর্থাৎ চান্দ্র শ্রাবণ মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
৭। চান্দ্র ভাদ্র ৩০ তারিখ অর্থাৎ চান্দ্র ভাদ্র মাসের অমাবশ্যা তিথিতে মহালয়া ও পিতৃপক্ষ সমাপ্ত
৮। চান্দ্র আশ্বিন ৮ তারিখ অর্থাৎ চান্দ্র আশ্বিন মাসের শুক্ল অষ্টমী তিথিতে দূর্গাষ্টমী/মহা অষ্টমী
৯। চান্দ্র কার্ত্তিক ১৫ তারিখ অর্থাৎ চান্দ্র কার্ত্তিক মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে মণিপুরীদের প্রধান উৎসব পূর্ণিমা রাস/শ্রীশ্রীরাস যাত্রা, ইত্যাদি।

চাঁদের উপর নির্ভর করে, প্রতি বৎসর বিভিন্ন সময়ে (কখনও শীতে, কখনওবা গ্রীস্মে) ঈদ উদযাপনে যদি বিজ্ঞানের কোন আপত্তি না থাকে, হিন্দুদের দূর্গাপূজায় আপত্তি কেন? ১লা বৈশাখ পালন ব্যতিত বাংলা পঞ্জিকা বাংলাদেশের ৮০ ভাগ মানুষ ব্যবহার করেনা, কিন্তু হিন্দুদের (২০ ভাগের) নিত্যদিনের সঙ্গী। আমাদের এখন বাধ্য হয়ে ২টি তারিখের (বাংলা পঞ্জিকা ও বাংলা একাডেমি পঞ্জিকা) হিসাব রাখতে হয়। কখনও মিলে, কখনও মিলে না আরও কয়েক বৎসর পরে একেবারেই মিলবেনা

কিছু স্ক্রিনশট:
১। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছি http://www.kamalgonj.com এই সাইটটিতে:



২। c#.net ব্যবহার করা হয়েছে http://www.ponjika.com/BanglaPonjika:



৩। বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া http://bpy.wikipedia.org-তে ব্যবহার করা হয়েছে:



৪। ms Excel-এ ব্যবহার করা হয়েছে, http://www.ponjika.com/BanglaPonjika.xls:



এই পদ্ধতির উপর কিছু প্রোগ্রাম ডাউনলোড:
১। জাবাস্ক্রিপ্ট -> http://www.ponjika.com/BanglaPanjika-js.zip
২। ms Excel -> http://www.ponjika.com/BanglaPonjika.xls
৩। c#.net, framework 4 -> http://www.ponjika.com/BanglaPonjika
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১২ সকাল ৯:০১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিণতি - ৩য় পর্ব (একটি মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস)

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:২৮



( পরিণতি ৬১ পর্বে'র একটি মনস্তাত্ত্বিক রহস্য উপন্যাস ।)

তিন


আচানক ঘুম ভেঙ্গে গেলো ।

চোখ খুলে প্রথমে বুঝতে পারলাম না কোথায় আছি । আবছা আলোয় মশারির বাহিরে চারপাশটা অপরিচিত... ...বাকিটুকু পড়ুন

ইফতার পার্টি মানে খাবারের বিপুল অপচয়

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৩



গতকাল সরকারি ছুটির দিন ছিলো।
সারাদিন রাস্তাঘাট মোটামুটি ফাকাই ছিলো। ভাবলাম, আজ আরাম করে মেট্রোরেলে যাতায়াত করা যাবে। হায় কপাল! মেট্রো স্টেশনে গিয়ে দেখি গজব ভীড়! এত ভিড়... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র আর বাক-স্বাধীনতার আলাপসালাপ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৩


একাত্তর সালে আওয়ামী লীগের লোকজন আর হিন্দু ধর্মাবলম্বীরা ছিল পাকবাহিনীর প্রধান টার্গেট। যদিও সর্বস্তরের মানুষের ওপর নিপীড়ন অব্যাহত ছিল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধা আর তাদের পরিবারের... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মুমিনী চেহারা ও পোশাক দেখে শান্তি পেলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৮



স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্টেজে উঠেছেন বত্রিশ মুক্তিযোদ্ধা তাঁদের চব্বিশ জনের দাঁড়ি, টুপি ও পাজামা-পাঞ্জাবী ছিলো। এমন দৃশ্য দেখে আত্মায় খুব শান্তি পেলাম। মনে হলো আমাদের মুক্তিযোদ্ধা আমাদের মুমিনদের... ...বাকিটুকু পড়ুন

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৪


মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা অংশগ্রহণ করলেও কখনোই সৌদি কোন নারী অংশ গ্রহন করেন নি। তবে এবার রেকর্ড ভঙ্গ করলেন সৌদি... ...বাকিটুকু পড়ুন

×