হায়! এমন শুভেচ্ছা তো পাঠাতে পারে সেই সব অপরূপ মানুষেরাই।
যারা চোখ রাখে প্রতিদিন- প্রিয় এক জানালায়।
যাদের সকল আবেগে মিশে থাকে অনির্বাণ এক প্রশ্ন অণুক্ষণ-
“তুমি ভালো আছো? তুমি ভালো আছো, প্রিয় সামহয়্যার ইন?”
-----------অসাধারণ এই শেষ চারটা লাইন দিয়ে শেষ করেছেন সুনীল সমুদ্র তার
'তুমি ভালো আছো? তুমি ভালো আছো, প্রিয় সামহয়্যার ইন?' শিরোনামের লেখাটি।
বেশি কিছু বলতে হয়না। এই চারটি লাইন যে চয়ন করেছে, বোঝা যায় তার মনের মাঝে স্পষ্ট তীব্র অনুভুতির ফাল্গুধারা আর নির্দোষ অমোঘ ইমোশন। ......যে গুনটিই তার কলম কে বাধ্য করে সুন্দর শব্দ সাজানোর মাধ্যমে সুন্দর কিছু লেখার, গভীর মনন ভরা কোন কবিতা চয়নের।
সুনীল ভাই যখন কোন ব্লগীয় আড্ডায় ব্লগ সম্পর্কে বলতে শুরু করেন তার চেহারায় ফুটে ওঠে ব্লগের প্রতি এক গভীর ভালবাসা। যেখানে খাদ চোখে পড়েনি আমার। ..
উনি ভালবাসতে জানেন, উনি জানেন বলেই , আরেক জন তুচ্ছ ব্লগার আমার জন্য হোন উৎকুন্ঠিত। .....
সত্যি এমন করে খুব অল্প ব্লগারই ভালবাসেন ব্লগটিকে। ...
ওনার মুখে কয়েকবারই শুনেছি--উনি এখনও সচলায়ত ব্লগটিতে প্রবেশই করেননি কোনদিন। হয়তো আমার ভাবনায় ভুল থাকতেও পারে...কিন্তু আমার মনে হয়েছে তার ঐ কথার মধ্যেও সামহয়্যার ইন ব্লগএ প্রতি তার অন্যরকম এক মমত্ম বোধ ঝরে পরে। সামহয়্যারইন তো তার মত আমাদের অনেকেরই বাংলা ব্লগ জগতে হাতে খড়ি দিয়েছে। অস্বীকার তো করা যাবেনা।
ওনার ব্লগটি খেয়াল করে দেখলে দেখবেন ( যারা খেয়াল করেননি) ...রেয়ার কিছু ব্লগার এর মধ্যে উনি একজন যারা ব্লগ মাঠ টিকে ব্যাটেল ফিল্ড মনে করে কখনও রক্ত হীন রক্তপাতে মেতে ওঠেন নি। ..
উনি ব্লগটাকে নিজ মনন প্রকাশ এর একটা ক্ষেত্র হিসাবেই হয়তো দেখেছেণ এবং দেখছেন.....
আসলে মন শুদ্ধ না হলে কো কিছুই শুদ্ধ মনে করা যায়না।
এবং আমি বিশ্বাস করি এই অশুদ্ধতার ব্যাপার টি আমার আপনার অনেক ব্লগারেরই আছে। তাই হয়তো আমরা ব্লগের মাঠকে ব্যাটেল ফিল্ড বানিয়ে ফেলি অহরহ। .....
অবশ্য উপর থেকে শিলা পাত হলে মোটা ছাতা ধরতেই হয়। ...
কিন্তু মেঘ জমতে না দিলে বৃষ্টি কেন পড়বে , কেন পতিত হবে শিলা। ...
যুদ্ধেরও প্রয়োজন। অস্বীকার করার কোন অবকাশই নেই তাই।
কিন্তু সুনীল ভাই সেই ব্লগার যে পারেন বিনা যুদ্ধে আপন স্বকীয়তায় ব্লগে উজ্জবল থাকতে, পারেন আরেকজন ব্লগারের প্রতি ভীষণ মমত্ম বোধে উৎকণ্ঠ থাকতে, পারেন....
একটি ব্লগ এই সামহয়্যারকে ভাসিয়ে দিতে সুনীল সমুদ্রের নীল জলের নির্দোষ ভালবাসায়।
আমি নিশ্চিত যদি সামহয়্যার ইন এর একটা সবাক অঙ্গ থাকত সে নির্ঘাত উত্তর দিতো
সুনীল সমুদ্রের “তুমি ভালো আছো? তুমি ভালো আছো, প্রিয় সামহয়্যার ইন?”
--এই প্রশ্নের , সর্বাগ্রে গর্ব ভরে ঠিক এই ভাবে
হ্যাঁ , ভাল আছি , আছ যে তুমি আমারও ভেতর
কবিতা তোমার খুলে দেয় মোর আধার যত দোর।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


