
যারা Mrs. Doubtfire দেখেছেন তারাই বুজতে পারবেন কি দারুন একটা মুভি এটা আর উনি কি দারুন একজন অভিনেতা ছিলেন। এবং কত গুনের অধিকারী ছিলেন।
মুভিটা যারা দেখেন নাই তাদের অনুরোধ করব অবশ্যই একবার হলেও দেখবেন আশা করি নিরাশ হবেন না।
মুভিটাতে অনেক কিছু শেখার আছে বিশেষ করে আমাদের আজকের এই সমাজে যেখানে দিন দিন ডিভোর্স আর সংসারীক নানা সমস্যা বেড়েই চলছে আর যার যাতাকলে ছেলে-মেয়েরা বেড়ে উঠছে।
যদিও পোষ্টটি মৃত্যুর ২ দিন পরে করলাম তবুও আপনাদরে সঙ্গে শেয়ার করে ভাল লাগছে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



