কবরে ফেরেস্তা মুনকীর এবং নকীরের আগমন।
১। প্রশ্ন : নাম কি?
উত্তর : সেলিম রোমেল চট্টপাধ্যায়।
২। প্রশ্ন : নাম শুনেতো বুঝা যাচ্ছে না কোন ধর্মের, ধর্ম কি?
উত্তর : আওয়ামীলীগ।
৩। প্রশ্ন : তোমার সৃষ্টি কর্তার নাম কি?
উত্তর : বঙ্গবন্ধু।
৪। প্রশ্ন : তোমার নবীর নাম কি?
উত্তর : বঙ্গবন্ধু
৫। প্রশ্ন : তোমার জাতির জনক কে?
উত্তর : বঙ্গবন্ধু
৬। প্রশ্ন : জীবিত থাকাকালীন দুনিয়াতে তোমাদের রেযেক/খাদ্যদ্রব্য কে প্রেরণ করেন?
উত্তর : মা দূর্গা গজে চড়ে এসে আমাদের খাদ্যদ্রব্য দিতেন।
৭। প্রশ্ন : তুমি কি জীবিত থাকাকালীন সময় রাজনীতির সাথে জড়িত ছিলে?
উত্তর : জ্বী
৮। প্রশ্ন : তবে আমার সাথে একটি শ্লোগান পুনরাবৃত্তি কর। “নারায়ে তাকবীর, আল্লাহ হু আকবার”
উত্তর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ, জয় বন্দেমাতারাম।
৯। প্রশ্ন : মহান আল্লাহ পাক উনার প্রিয় বান্দাদের জন্য ৮টি জান্নাত তৈরী করেছেন। তুমি কোন জান্নাতে যেতে চাও?
উত্তর : জান্নাতুল বঙ্গবন্ধুতে যেতে চাই।
১০। প্রশ্ন : তোমরা কি জানতে না যে আল্লাহ পাক কুরআন শরীফে উল্লেখ করেছেন। “যে যার সাথে সম্পর্ক রাখে সে তার অন্তর্ভূক্ত? (সূরা মায়েদা আয়াত ৫১)
উত্তর : হ্যা খুব জানি! আমাদের জনকের তনয়া প্রতিদিন সকালে নামায পড়েন এবং কুরআন তেলোয়াত করেন।
১১। প্রশ্ন : তবে কেন শাহবাগী নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের সাথে সম্পর্ক রাখলে? তাদের নিরাপত্তার ব্যাবস্থার করলে? তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করলে?
উত্তর : আমাদের জনকের তনয়া বলেছেন, কুরআন শরীফে আছে ঠিক, তবে রাজনীতির ক্ষেত্রে ঐ ধরনের সম্পর্কে কোন সমস্যা নেই।
১২। প্রশ্ন : তোমাদের জনকের তনয়া যে সেনাবাহিনীর ৫৭ জন অফিসার সহ দেশে এক ব্যাপক খুন ও গুমের সুনামী চালু করেছে, তা কি ঠিক ছিল?
উত্তর : জনকের তনয়া যা করেন, তা সবই ঠিক, “এটাই আমাদের ঈমান”। “এটাই আমাদের আক্বীদাহ”।
১৩। প্রশ্ন : পার্শবর্তী মুশরিকের দেশ ভারত প্রতিদিন ৪/৫ জন করে মুসলমানদের বিনা বিচারে শহীদ করছে, এতদ বিষয়ে তোমাদের জনকের তনয়া কোন প্রকার প্রতিবাদ করেনা কেন?
উত্তর : জনকের তনয়া জানেন যে সীমান্তে যারা বাস করে তারা মুসলমান না, তাছাড়া আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা। এ বিষয়ে বন্ধু প্রতীম ভারতের সাথে আমাদের গোপন চুক্তি আছে। আপনারা ফেরেস্তা, মানবীয় রাজনীতি আপনারা বুঝবেন না। ঐ চুক্তির ভিত্তিতেই আমরা আমাদের জনসংখ্যা সমস্যার একটি স্থায়ী সমাধান করছি।
এ পর্যায়ে ফেরেস্তা মুনকীর, ফেরেস্তা নকীরকে জিজ্ঞেস করলেন।
প্রশ্ন : একে নিয়ে কি করা উচিৎ?
উত্তর : একে উষ্টা মাইরা হাবিয়া দোজখে নিক্ষেপ করা উচিৎ এবং এখন থেকে যত আওয়ামী সাপোর্টার আসবে সকলের জন্য একই ব্যাবস্থা গ্রহণ করা হোক। কারন কুরআন শরীফের আয়াত অনুযায়ী এরা সব ইসলাম বিদ্বেষী মুরতাদ। এদের কোন সৎ আমলই হিসেবে আসবে না। এরা নিজেদেরকে যতই মুসলমান ভাবুক, কবরে আসলেই ওরা বুঝতে পারবে যে, একজন ইসলাম বিদ্বেষী কখনই মুসলমান হতে পারেনা।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





