মেয়েদের জন্য সেনিটারী প্যাড সেনোভা, রাস্তায় প্রচুর বিজ্ঞাপন, বিলবোর্ড। এমন একটি বিলবোর্ডে পিতা কন্যার ছবি। পিতা বলছে, “বাবা হয়েও সংকোচ করিনি, সচেতন হয়েছি। আপনিও সচেতন হন।”
এই বিজ্ঞাপনটিকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। বাবা হয়েও সংকোচ করিনি, বেহায়া হয়েছি, আপনিও আমার মতো বেহায়া হোন।” এটা আসলে গরুর বিজ্ঞাপন শুধুমাত্র ছাগলদের জন্য।
ভাবখানা এই রকম যে, বিজ্ঞাপন দাতার বাপ, দাদা, চৌদ্দপুরুষ অচেতন ছিল এবং গুষ্ঠীর মধ্যে সেই প্রথম সচেতন হয়েছে। বাস্তবে দেখা যাবে, তার গুষ্ঠীর সকলেই আসলে ভদ্র ছিল, যাদের আদব ছিল, হায়া ছিল। সেই প্রথম ব্যক্তি যার আদব নষ্ট হয়ে বেয়াদব হয়েছে। হায়া নষ্ট হয়ে বেহায়া হয়েছে। যা তার মেয়েকে বলার প্রয়োজন নেই, তাই বলে নিজে ছাগল হয়েছে। তবে মুখে সে বলছে “আমি সচেতন হয়েছি।” ছাগল কোথাকার!!!
বিজ্ঞাপনদাতা নিশ্চয়ই চেতনাতে গরু নয় তো কেন সে আমজনতাকে ছাগল ধারণা করবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




