বাকের ভাইয়ের কথা মনে পড়ে আপনাদের? বেশ ছোট বেলায় দেখা "কোথাও কেউ নেই" নাটকের বাকের ভাই। আর "মুনা"-র কথা মনে আছে? সেই যে, বাকের ভাই যাকে অসম্ভব পছন্দ করতো? সুবর্ণা মুস্তাফা অভিনয় করেছিলেন "মুনা"-র চরিত্রে। ছোট্ট বেলায় তার অভিনয় দেখে তাকে ভীষণ ভালোলেগেছিলো। অবশ্য তখন অভিনয় বোঝার মতো বয়স হয়নি, কিন্তু কোন একটা কারণে তার সেই দুঃখবিলাসিতা আমার ভীষণ ভালো লাগতো, আজও লাগে।
সত্যিকার অর্থে তেমন কোন "মুনা" আছে কিনা, জানিনা। তবে, জীবনের এ পর্যায়ে এসে মুনা নামের সেই খুব সাধারণ মেয়েটাকে আমার অসাধারণ মনে হয়। যদিও সেটা কাল্পনিক চরিত্র, তবুও অসম্ভব ভালোলাগে।
জানি বাস্তবতা আর নাটক এক নয়, তবুও মনে হয় হতেওতো পারে! তেমন একজন মুনা থাকতেওতো পারে! যে দেখতে খুব সাধারণ একজন মানুষ, কিন্তু ভেতরটায় ঠিক ততটাই অসাধারণ। অনেকটা কল্পনার মতোই ভালোলাগে মুনার সেই চরিত্রটা। পুরোটা নাটক জুড়েই মুনা শাড়ী পড়েছিলো, খুব সাধারণ মানের শাড়ী কিন্তু কি অসাধারণ লাগতো মুনাকে। কে কেমন ধরনের মেয়ে পছন্দ করেন, জানিনা। কিন্তু ঠিক মুনার মতোই কোন একজনকে আমার ভালো লাগবে, এটা আমি জানি। সে বুদ্ধিমতী, কিন্তু চালাক নয়, সে খুবই সাধারণ একজন তবুও ভীষণ অসাধারণ মনে হয়।
জীবনের এ পথ - সে পথ ঘুরে, শুধু পুরু মেকাপের নিচে লুকানো কিছু কুৎসিত মানুষ খুঁজে পেয়েছি বার বার। অথচ খুব সাধারণ একটা মেয়ের অসাধারণ ভালোবাসা খুঁজতে গিয়ে একান্তই অসম্ভব কিছু খুঁজছি বলেই মনে হয়েছে। আমি মানুষ হিসেবে মুনার মতো অসাধারণ হয়তো নই, কিন্তু সব সময় খুব সাধারণ একটা মানুষ হিসেবেই থাকতে চেয়েছি।
ছোট্ট বেলা থেকেই পরিবারের কঠিন শাসনে বড় হয়েছি, বন্ধু-বান্ধব বলতে হাতেগোনা ২/১ ছাড়া তেমন কেউ নেই। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করার আগেই "প্রবাস" নামক কঠিন জীবনে এসে পড়েছি। মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত হয়তো একটা লাইনে দাঁড়াতে পেরেছি এটাই যা ভরসা। অথচ এর মাঝেই কেঁটে গেলো প্রায় ৬টা বছর, চলতি পথে কত যে মানুষ দেখলাম। কিন্তু সেই মুনা-কে আর খুঁজে পাইনি। অপেক্ষার প্রহর গুণছি, সেই মুনা আসি আসি করেও আর আসেনি। আমি হতাশ নই, কিছুটা ক্লান্ত বৈ কি!
খুব হিসেব-নিকেশ করে চলা আমাদের জীবন আর রং মাঙানো এই পৃথিবীর অলি-গলি থেকে কখন যে মুনা নামের সেই মেয়েটা হারিয়ে গেছে, নিজেও জানিনা। তবে বিশ্বাস, সে কোথাও লুকিয়ে আছে। মুনা হারিয়ে যেতে পারেনা, কারণ মুনা-রা কখনোই হারায়না।
নাটকের শেষে যখন মুনা পড়ন্ত বিকেলে হেঁটে হেঁটে কোন এক নদীর কিনারে এসে দীর্ঘঃনিশ্বাস ফেলে, তখন হাত বাঁড়ায়ে বলতে ইচ্ছে করে,"মুনা, এইতো আমি"। আমার আজ আর আগামীর বেঁচে থাকা, তেমন কোন মুনার জন্যেই।
আলোচিত ব্লগ
=হিংসা যে পুষো মনে=

হাদী হাদী করে সবাই- ভালোবাসে হাদীরে,
হিংসায় পুড়ো - কোন গাধা গাধিরে,
জ্বলে পুড়ে ছাই হও, বল হাদী কেডা রে,
হাদী ছিল যোদ্ধা, সাহসী বেডা রে।
কত কও বদনাম, হাদী নাকি জঙ্গি,
ভেংচিয়ে রাগ মুখে,... ...বাকিটুকু পড়ুন
গণমাধ্যম আক্রমণ: হাটে হাঁড়ি ভেঙে দিলেন নূরুল কবীর ও নাহিদ ইসলাম !

জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত পথ পেরিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সাম্প্রতিক মব ভায়োলেন্স এবং গণমাধ্যমের ওপর আক্রমণ সেই স্বপ্নকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নিউ এজ... ...বাকিটুকু পড়ুন
রিকশাওয়ালাদের দেশে রাজনীতি
রিকশাওয়ালাদের দেশে রাজনীতি
সবাই যখন ওসমান হাদিকে নিয়ে রিকশাওয়ালাদের মহাকাব্য শেয়ার করছে, তখন ভাবলাম—আমার অভিজ্ঞতাটাও দলিল হিসেবে রেখে যাই। ভবিষ্যতে কেউ যদি জানতে চায়, এই দেশটা কীভাবে চলে—তখন কাজে লাগবে।
রিকশায়... ...বাকিটুকু পড়ুন
বিএনপিকেই নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাটবে?

অতি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য ও বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্যের মধ্যে ইদানীং আওয়ামীসুরের অনুরণন পরিলক্ষিত হচ্ছে। বিএনপি এখন জামাতের মধ্যে ৭১ এর অপকর্ম খুঁজে পাচ্ছে! বিএনপি যখন জোট... ...বাকিটুকু পড়ুন
ভারতীয় আগ্রাসনবিরোধী বিপ্লবীর মৃত্যু নেই

শরিফ ওসমান হাদি। তার হাদির অবশ্য মৃত্যুভয় ছিল না। তিনি বিভিন্ন সভা-সমাবেশ, আলোচনা ও সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে তিনি অনেকবার তার অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতবিরোধী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।