তোমরা সবাই কালদার পেছনে লাগলা কেন? নারী নিক দেখে ঝাঁপিয়ে পড়া, একটু(!) গালাগাল করা, এ্যাডাল্ট কোবতে লেখা কি অন্যায়? উনি কি ১৮+ নন?
এই পোস্টটা দেখেন। এখানে কালুদার কত 'সুনাম' এ্যান্ড পরশংসা করা হৈছে...। পোস্টটা তারেই "উতস্বর্গ" করা। তাও আবার একটা নারী নিকে!
কালুদা আমি তো আপনার পাংখা হয়া গেলাম!!!
কালুদাকে তো মাধবী আপু ঐ পোস্টটা উৎসর্গ করেছে, আমি কালুদাকে এই গানটা উৎসর্গ করলাম!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৮ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



