কুষ্টিয়ায় ৯ বছরের শিশু মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের চেষ্টা ও নির্যাতনের ঘটনায় অবশেষ পুলিশ আলোচিত সমকামী হেফাজতী শিক্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
রোববার রাতে নির্যাতিত শিশু ছাত্র আব্দুল্লাহ বিন আক্তারের মামাতো ভাই আব্দুল লতিফ কওমী মাদ্রাসার হেফাজতী শিক্ষক সমকামী মোহাম্মদ তানভীরকে আসামী করে মামলা করলে রাতেই ওই শিক্ষককে গ্রেফতার করেন পুলিশ। মামলা নং ১৫, নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারা তাং ১৪/০৭/১৩ মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে রমজানের প্রথম রাতে শিক্ষক মোহাম্মদ তানভীর নির্যাতিত শিশু ছাত্র আব্দুলস্নাহ বিন আক্তার (৯)কে তার শয়ন কক্ষে ডাকেন । আব্দুল্লাহ শিক্ষকের কাছে গেলে সমকামী হুজুর তাকে কু-প্রস্তাব দেয় তাতে আব্দুল্লাহ রাজি না হলে ওই রাতেই মোবাইল চুরির অপবাদ দিয়ে বে-ধড়ক মারপিট করে পিলারের সাথে বেঁধে রাখে তানভীর হুজুর। পরের দিনও তাকে বেদম মারপিট করা হয়। এতে আব্দুল্লাহ চরম অসুস্থ হয়ে পড়ে। এ খবর পেয়ে তার মামাতো ভাই আব্দুল লতিফ তাকে বাড়ি নিয়ে যায়। আব্দুল্লাহ আরো অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুল্লাহকে নির্যাতনের ঘটনায় ফুঁসে উঠেছে কুষ্টিয়াবাসী। ঘটনার খল নায়ক সমকামী তানভীরের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।
রোববার দুপুরে শহরতলির মঙ্গলবাড়িয়া বাজারের অবস্থিত আশরাফুল উলূম (ক্বওমী) মাদরাসায় ছাত্র পেটানোর সংবাদ সংগ্রহে যায় সাংবাদিকরা। এ সময় মাদ্রাসার শিক্ষক তানভিরের মদদে স্থানীয় সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে ৬ সাংবাদিক আহত হয়
সুত্র
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



