একজন পুলিশ কর্মকর্তা সস্ত্রিক খুন হয়েছেন তারেই মেয়ের হাতে । একজন পুলিশ কর্মকর্তার আয়ের উৎস নিয়ে কথা বলার নতুন কিছু নেই । কিন্তু চিন্তা করার বিষয় রয়ে গেছে ।
যারা হারাম কামাই করে তা যে উপায়েই হোক সুদ হোক, ঘুষ হোক , ওজনে কম দেওয়া হোক , ব্যবসায় ঘাপলা করা হোক তাদের কোন ইবাদত কবুল হয়না । কারন ইবাদত কবুল হইবার শর্ত হইল হালাল রিজিক । কিন্তু আজ সমাজে কতজন হালাল খায় ?
আমাদের সমাজে অনেকেই আছেন যারা নামাজ পড়েন , রোজা করেন অর্থাৎ ধর্মের সবকিছু পালন করেন কিন্তু দেখা যায় ইবাদত কবুল হইবার শর্ত যে হালাল রিজিক তা জানেনা । যার ফলে দেখা যায় তারা হালাল -হারামের তোয়াক্কা করেনা ।
যার ফলে কি হয় ? হয় এরা নিজেরা অশান্তিতে থাকে তা না হয় এদের পারিবারিক ঝামেলা লাইগাই থাকে আর না হয় এদের সন্তান হয় কুসন্তান ।
আবার এর সাথে যদি যোগ হয় নিজ কালচার বাদ দিয়ে বিজাতীয় কালচারে অভ্যস্ত হওয়া তাহলে তো সোনায় সোহাগা । তখন কে এই সন্তানদের খারাপ হওয়া থেকে রোখাবে ?
আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি হালাল রিজিক গ্রহন করতে হইবে । তা না হলে সারা দুনিয়ার মালিক হয়েও অসুখি হয়ে যিন্দেগী কেটে যাবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




