
এখানে প্রতিদিন সকালে হাটতে বের হই সেটা নিয়ে পরে না হয় বলবো। আজ শুধু শপিং মলে ঘোরাফেরার বিষয় নিয়ে এলাম।
একটা দোকানই এখানে একটা বিরাট মার্কেটের মত। ক্যাশ হ্যান্ডেল বলতে গেলে নেইই সব পেমেন্ট কার্ডেই হয়। এখানে উবারের পেমেন্টও কার্ডে করতে হয়।


ফরমালিন মুক্ত মাছ।

প্যাকেটজাত মাছ কিন্তু প্রকৃয়াকৃত নয়।


শুধু মাছ খেলেই কি চলে? একটু সব্জী খেতে হবে না !?? চলুন দেখি সব্জী বাজারের কি অবস্থা?

হুম! এখানে দেখি সবই আছে লালশাক, পালংশাক, হরেক রকম লেটুস,পাতা চায়না কপি ইত্যাদি ইত্যাদি।

এখানে ফুলকপি, বাধাঁকপি,ব্রকলী শশা, কাঁচামরিচ হরেক কিসিমের সব্জী রয়েছে।

সবুজ হলুদ লাল হা হা হা প্রায় রেইনবো কালারের ক্যাপসিকাম সাথে কাঁচামরিচ ।

এইটা আমরা মাঝে মাঝে নিজেদের মধ্যে অকৃপনহাতে অঢেল বিলিবন্ঠন করে থাকি। এখানে মূল বিষয় হলো সবই ফ্রেস, খেলে পেট খারাপ হয়না। আমাদের দেশের মত কীটনাশক ছিটিয়ে তারপর বাজারে আনেনা।

হাইব্রীড আলু, পেয়াজের ছড়াছড়ি ।




এখানে হাইব্রীডের মারাত্মক দাপট। এর কারন জানিনা। আমাদের গরীবদেশে ৫৫ হাজার বর্গমাইলের মধ্যে প্রায় ১৭ কোটি মানুষের খাদ্য উৎপাদন করতে হয় এদের হাজার হাজার বর্গমাইল জায়গা খালি পড়ে আছে মানুষজন নাই চাষাবাদও হয়না এরা কেন হাইব্রীড খাবারের উপর নির্ভরশীল বুঝতে পারিনা। এটা কর্পোরেট ব্যবসার ফল হতে পারে যেখানে আমেরিকার সাধারন মানুষ জিম্মি হয়ে আছে।
মাঝে মাঝে অল্প বয়সী মধ্যবয়সী বৃদ্ধ বয়সী এত মোটা মোটা ছেলে মেয়ে নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা দেখিইইই যে ভীষন ভয় পেয়ে যাই, এরা এদের এমন বিরাট বিরাট বপু নিয়ে চলাফেরা করে কিভাবে! ম্যানেজ করে কিভাবে!!
এবার চলুন একটু গোস্তের দোকান থেকে বেড়িয়ে আসি।



গরুর শুধু নলাও পাওয়া যায় সুপ খাওয়ার জন্য
বিশাল স্টোরের আরো কিয়দংশ






ওগো বিদেশিনী! তোমার চেরী ফুল দাও আমার শিউলি নাও দুজন দুজনে হই বিলীন।
জ্বী! ভ্যালেন্টাইন ডে তে আমরা কত রোমান্টিক ভাবনায় বিভোর থাকি প্রেমিকাকে কিভাবে এ্যাপ্রোচ করবো এন্ড্রু কিশোর তার সমাধান দিয়ে দিয়েছেন তারপরও যারা ব্যর্থ হন তাদের রসনা তৃপ্তির জন্য অনাহোরিত ফুল গুলি 'ফলে' পরিনত হয়ে এমন নয়নাভিরাম রঙ এ সুস্বাধু হয়ে ধরা দেয়

চেরী আমেরিকান বড়ই

স্ট্রবেরি ও আরো কিছু ফল।










মিক্সড কিছু ছবি




ফ্রেন্স রুটি
পাশের লিকার শপে ঘোরাঘুরি





আজ তবে এইটুকু থাক বাকী কথা পরে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


