হ্যালো, বাবা!
হ্যালো, বাবা তুমি কেমন আছ?
আমাকে কি ভুলে গেছ?
এত সহজেইতো আমি ভুলে যাবার না।
হ্যালো, বাবা তুমি ভাল আছতো?
আজ রাতে একবার নেট এ এসোতো,
খুব দেখতে ইচেছ করছে তোমায়;
কতদিন দেখি না।
হ্যালো, বাবা আমি পড়তে পারি,
থ্যাংস্ টু গড- নতুন কবিতা,
সাতটা বই আমার, সব পড়া শেষ,
ঘুমের দোয়া পড়তে পারি,
বলতে পারি অনেক কথা।
হ্যালো, বাবা প্লেন গুলো শুধু চলে যায়,
এত ডাকি- একবারো থামেনা; তুমিও নামো না,
একাই খেতে হচেছ অনেক নতুন খাবার,
সত্যি বলতো বাবা- কবে আসবে আবার।
বাবা, শুনি এখন তোমার অনেক কষ্ট,
খুব টেনশন করো সব কিছু নিয়ে,
জানি আমি থাকলে তোমার ভালো লাগতো,
কিন্তু সেটাতো আর হচ্ছে না।
সে দিন তো বাবা খুব মন খারাপ,
ভাবলাম আজকেই যাব তোমার কাছে,
এখানে আর না।
জামা-জুতো সব লাগেজে ছিল,
বের হয়ে গেছি সবকিছু নিয়ে,
সরি! বাবা আমি আসতে পারিনি;
প্লেনের ভাড়া; ভাংতি ছিল না।
বাবা, খুব মিস করি তোমায়; তোমার কোলটা,
ঘুমের আগে সেই প্রিয় দোলটা,
আমার মন থেকে সরে না।
পাশে থেকে যেমন বুঝতে; বোঝাতে,
তেমন আর কেউতো পারে না।
বাবা, অনেক কিছু বলার ছিল,
হাজারো কথা মনে এলোমেলো,
আমি কিন্তু বাবা বুঝতে পারি;
শুধু সব বলতে জানি না।
বাবা, সেদিন জেনেছি আমার নামের মানে,
কি হবো কেমন, কোন অনাগত দিনে;
সত্যি বাবা আমি অবাক; খুশি,
কতটা ভেবে-বুঝে আমার নাম রামিন রেখছ,
বাবা, আমার জন্য দোয়া করো,
হতে পারি যেন ততটা বড়,
যেন সবার কাজে আসতে পারি,
যতটা তুমি আমায় ভেবছ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





