আজব এক দেশ আমাগ এই বাঙ্গাল মুল্লুক, খোদা আর দেশ খুইজ্জা পায় নাই; ১৮০+ দেশের মাইধ্যে দেইখা-শুইন্না এই গজইব্বা দেশেই আমারে নাজিল করছে সেই ৮৪ তে। তার পর থাইক্কা মাশাল্লা চাইর হাত-পা লইয়া এখন পর্যন্ত সুস্থ আছি! ভাবতেই ভাল লাগে।
কিছু জ্ঞান-বুদ্ধ হওনের পর থাইক্কাই পড়ছি মুসিবতে
ভিক্ষুক: আমার থাকন-খাওনের ব্যবস্থা নাই সরকার যাদি সাহায্য করত !
ভূমিহীন কৃষক: আমার নিজের জমি নাই, খাশ জমি দিয়া সরকার যাদি সাহায্য করত!
অবস্থা সম্পন্ন কৃষক: এই বার ৩০০ মন ধান পাইছি, সরকার ব্যাংক রিন, বীজ, সার দিয়া যাদি সাহায্য করত তাইলে ডাবল হইত!
ছাত্র: পাশ করার পড় সরকার যাদি চাকরি সাহায্য করত!
বেকার: প্রাইভেট চাকরি না একটা সরকারী চাকরি দিয়া সরকার ষদি সাহায্য করত!
এলাকাবাসি: সরকার কবে যে এই রাস্তা পাকা করবে!
গুলশন-বারিধারা: সরকার কবে যে এই রাস্তা আবার কার্পেটিং করবে!
ক্ষদ্র ব্যবসায়ী:- ..........সরকার ষদি সাহায্য করত!
মাঝারী/বড় ব্যবসায়ী:- ..........সরকার ষদি সাহায্য করত!
কোটিপতি : ..........সরকার ষদি সাহায্য করত!
আরে মিয়া সরকার কি দান বাকস খুইলা বইছে নি, যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকেই হাত পাইতা গলা ছাইরা গান ধরছি 'সরকার দে দে ....আমারে দে.....আমারে দে'
সরকারের কাছে বছরে কয় টাকা জমা থুইছেন যে খালি দে দে করেন ? কিছু হইলেই আমেরিকা, অষ্ট্রেলিয়া, ইংলেন্ডের সাথে নিজ দেশের তুলনা। ওরা ত ৪০-৫৫% পর্যন্ত টেস্ক দেয় ২০-৩৫% ভেট দেয়, আমরা কত দেই ?
১০-২০% টেস্ক আর ১২-১৫% ভেট দিতেই আমাগ জান যায়। ১৬ কোটি মানুষের দেশে টিআইএন নম্বরধারী ১২ লাখ আর নিয়মিত টেস্ক দেয় ৩-৫ লাখ তা ও কত কেরামতি কেমনে কম দেওন যায়...ছোট, বড় মাঝারি সবাই পগার পাড় হওনের তালে আছে...
দেওনের বেলায় নাই, চাওনের সময় হগ্গলে দুই হাত তুইল্লা হাজির। কে ভাই চাতক পাহির লাহান সরকার বরাবর চায়া আছেন কেন? আল্লাহর দেয়া বেকার পাত-পা গুলা কাজে লাগান, লাগলে পরিবার, প্রতিবেশী, আত্নীয় স্বজনের সাহায্য নেন, তা না সবাই কোরাস ধরছে 'সরকার দে..........সরকার দে........... সরকার দে'
কিন্তু কইত্তনে দিব তার কোন খবর নাই, লাভ কইরা লাল হয়া গেলে ত সরকাররে ২ টাকা বেশী দেন না পারলে পাওনা টেস্ক-ভেট না দিয়া কাইট্টা পরেন মাগার লস হলেই ' সরকার যদি দিত ......'
দল/লীগ যে ই সরকারে থাকুক সব জায়গায় জোরা-তালি দেয়ার খেমতা বঙ্গ সরকারের নাই, এইডা আমরা হগলে জানি কিন্ত তবু গান সাধি 'সরকার দে..........সরকার দে'।
এরেই কয় চাতক পক্ষির ব্যারাম, পানি না খাইয়া মইরা যাইব তবু আসমানের দিকে চায়া থাকব। আশা যদি এক ফোটা বৃষ্টি পড়ে!
এই ব্যামো মরনের আগে সারব বইলা ত মনে হয় না, এই ব্যধি না সারা পর্যন্ত আমরা বাঙ্গালী/বাংলাদেশিরা যা ছিলাম-আছি তাহাই থাকিব।
যে জাতি নিজের উন্নতির জন্য চেষ্টা করে না, আল্লাহ ও তাদের উন্নতি সাধন করেন না। তাই আসুন চাতক পাখি না হয়ে আত্নোন্নয়নে সচেষ্ট হই। আমি-আপনি আমরা সবাই চেষ্টা করি, নিজেরা বদলে যাই অন্যকে বদলে দেই। সরকার সাহায্য করলে ভাল, না করলে আরও ভাল; বৃষ্টির অপেক্ষায় থেকে কোন লাভ নেই।
আপনি-আপনারা পারলে কিছু করেন, না হলে চুপ থাকেন, সব সরকার করলে আপনারা-আমরা করব কি? দেশটা কি শুধু সরকারের না কি আমাদের ও?
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




