‘ক্রসফায়ার’ শব্দটি ইচ্ছাকৃতই ব্যবহার করলাম। র্যাবের বদৌলতে এই শব্দটির বাংলা অভিধানে একটি বিশেষ অন্তর্নিহীত অর্থ আছে। বয়সের অজুহাত দেখিয়ে ডঃ ইউনুস কে তার প্রতিষ্ঠিত গ্রামীন ব্যাংক থেকে অপসারণের বিষয়টি ব্যাখ্যা করার মত উপযুক্ত আর কোন শব্দ পেলাম না। অজুহাত যা-ই দেখানো হোক না কেন, একটা শীশুও বুঝে যে আসল কারন ওটা নয়। তাহলে আসল কারনটা কি?
দু'দিন সামুতে এ বিষয়ে আসা বিভিন্ন পোষ্ট এবং তার কমেন্ট গুলো থেকে এই কারণ গুলো সংগ্রহীত হয়েছে।
প্রধানতঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসা বাস্তবায়নের জন্য এটা করা হয়েছে। ডঃ ইউনুসের প্রতি শেখ হাসিনার এই আক্রোশের কারন গুলোনিম্নরূপঃ
১. শেখ হাসিনা বিভিন্ন ভাবে নোবেল পুরষ্কারের জন্য লবিং করেছেন কিন্তু ক’য়েকটি ডক্টরেট ডিগ্রি ছাড়া নোবেলের প্রাথমিক মনোনয়নও পাননি। অন্যদিকে ডঃ ইউনুস অর্থনীতির লোক হয়ে শান্তির নোবেল পুরষ্কার পেয়ে গেলেন।
২. আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গেলে নাকি অনেকেই তাকে ডঃ ইউনুসের দেশের প্রধানমন্ত্রী বলে ডাকে, এটা তার আত্মসম্মানে লাগে।
৩. বিশ্ববাসী বাংলাদেশ কে শেখ মুজিবের দেশ হিসাবে না চিনে ডঃ ইউনুসের দেশ হিসাবে বেশী চেনে।
৪. কিছু দিন আগে নাকি হিলারী ক্লিনটন ডঃ ইউনুস বিষয়ে শেখ হাসিনাকে ফোন করে শাঁশিয়েছেন, এটা শেখ হাসিনা কে আরো জেদী করেছে। একজন পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে শাঁশানো!! দাঁড়া দেখাচ্ছি মজা!!
৫. শেখ হাসিনা ভাগ্য জোরে দেশের প্রধানমন্ত্রী হলেও তার মানষিকতা খুবই সাধারন রয়ে গেছে। :
৬. শেখ মুজিবের নামে দেশে প্রায় সবকিছুই আছে, শুধু একটা ব্যাংক নেই। তাই বিেশ্ব সুপরিচিত গ্রামীন ব্যংককে শেখ মুজিব গ্রামীন ব্যাংক নামকরণ করতে চান, সেখানে ডঃ ইউনুস বড় বাধা।
এছাড়া অন্য কোন কারণ কেও জানলে আপডেড হবে...
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১১ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




