ঘটনা-১ প্রথম ঘটনাটি গত বছর জাপানে ভুমিকম্প-সুনামীর সময় দায়িক্ত পালনকারী এক ফিলিপিনো ভলান্টিয়ারের তার স্বজনদের লেখা একটা চিঠি থেকে জানা। চিঠিটি ওই সময় খুব সাড়া জাগিয়েছিল; চিঠির কথা গুলো লাইন বাই লাইন মনে নেই তবে ঘটনাটি এরুপ। ভদ্রলোক একটা ক্যাম্পে খাবার বিতরণের কাজ করছিলেন। সবাই লাইন ধরে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করছে, অনেকেই আহত হয়েছেন বা প্রিয়জনকে হারিয়েছেন। এর মধ্যে একটা ১৩-১৪ বছরের বালকও ছিল যার মা-বাবা সুনামীতে হারিয়ে গেছে। খাবার নেওয়ার লাইন ছিল অনেক লম্বা, তুষার পাতের মধ্যে ছেলেটি ঠক ঠক করে কাপছিল। এই দৃশ্য দেখে ভদ্রলোকের খুব মায়া হয়, সে এগিয়ে গিয়ে একটা খাবার প্যাকেট এনে ছেলেটির হাতে দেয়। ছেলেটি প্যাকেট টি নিয়ে কিছুক্ষন এদিক সেদিক তাকিয়ে প্যাকেটি আবার খাবার বিতরণের জায়গা রেখে আসে। এটা দেখে ভদ্রলোক ছেলেটিকে এসে বলে ওটা রেখে আসলে কেন? ওটাতো আমি তোমাকে খেতে দিয়েছি। ছেলেটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বল্ল আমি কেন আগে নেব, জুম বাং ... (কথাটার বাংলা অর্থ এমন- যে আগে এসেছে সে আগে পাবে)
ঘটনা ২ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের স্নাতক গন তাদের সমাবর্তনের উপহার সামগ্রী লুট করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, উপহার সামগ্রী বিতরণের ধীর গতিতে অধর্য্য হয়ে কতিপয় স্নাতক উপহার সামগ্রীর উপর হামলে পড়েন এবং একাধিক ব্যাগ হাতিয়ে নেন।
মন্তব্য ------------------------------------------------------------------------------------সরি, কি মন্তব্য করা উচিত বুঝতে পারছি না।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




