গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপিহাউসের উদ্বোধন করছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নরওয়ের পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী এরিক সোলহেইম এবং টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট জন ফ্রেডরিক বাকসাস।
সম্প্রতী একটি ব্লগে লিখেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ার মন্ত্রী পরিষদের কয়জন মন্ত্রী মোবাইলে নম্বর সেইভ করতে পারবে ? Click This Link
প্রশ্নটাকে হালকা ভাবে দেখার কোন সুজোগ নেই, খুবই প্রাকটিকেল প্রশ্ন ও এর উত্তর থেকেই ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ বলে দেয়া যাবে।
তো আমাদের ডিজিটাল বাংলাদেশের হেডকোয়ার্টারের মালিক টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দীন আহমেদ কি মোবাইলে নম্বর সেইভ করতে পারবে ?
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর যদি এই সামান্য জ্ঞানটুকুও থাকতো তাহলে এই মন্ত্রনালয়ের দায়িত্ব নেয়ার সাথে সাথে বুঝতো বাংলাদেশর মত গরীব দেশকে ডিজিটাল করতে প্রথম তাঁকেই যা করতে হবে তা হলোঃ বাংলাদেশে ৫ (পাঁচ) টাকা পার ডে আনলিমিটেড ইন্টারনেট ৫১২ কেবি গতিতে। এবং দায়িত্ব নেয়ার ছয় মাসের মধ্যে তা নিশ্চিত করতো।
তার কাছে টেলিযোগাযোগ আইন থ্রীজি ইত্যাদী নিয়ে কি আশা করতে পারি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



