হ বিশ্বকাপ ক্রিকেট খেলা, এইবার মোবাইল সেটে মোবাইল টিভিতে মাগনা দেখমু !
বিশ্বকাপ ক্রিকেট খেলা, এইবার মোবাইল সেটে মোবাইল টিভিতে মাগনা দেখমু ! মোবাইলেই দেখা যাইবো। তবে আমরা দেখতে পারুম না, ভারত, ভুটান এবং পৃথিবীর যেকোন দেশে পারবো।একমাত্র বাংলাদেশ ছাড়া।
এইদিকে বিশ্বকাপ টিকেটের মূল্য সর্বশেষ ১৭ লাখ। (হসপিটালিটি/ফ্যামিলি বক্স) তারপরও ক্রাইসিস। দেশের মানুষের হাতে টাকার অবস্থা দেখলে অক্কা পাওয়ার অবস্থা। ১৭ লাখ, খেলা দেখলেই শেষ ! ওহ্ মাই ডিয়ার গড সবাইরে দিলা টিক্কা ময়না আমারে দিলা হালিক ! এদের হাতে এত টাকা আয় কইথেকে ?
আর এই দিকে আপনার আমার মত নিচের দিকের মধ্যবিত্ত অন্তত দেড়কোটি আম জনতা যারা হসপিটালিটি দূরে থাক সর্বচ্চো ৫ হাজার টাকায় একটা সাধারন টিকেট রেডিমেট পাইলেও কেনার আগে আগামী মাসের বাজেট নিয়া একাধীকবার ভাবতে হবে। হয়তো যখন দেশের মাটিতে যেকোন দলেরই হউক খেলা চলতেছে সারাদিন তখন আমরা রাস্তায়, পথেঘাটে, মাঠে, অফিসে দৌড়ের উপরে আছি পেটের দায়ে। অথচ হাতে থাকা শখের তিন হাজার টাকার মাল্টিমিডিয়া চাইনিজ সেটটা যা দিয়া পাশের দেশ ভারতেও টিভি দেখতাছে আর আমরা আঙ্গুল চুষতেছি।
মননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, আমরা মোবাইলে বিশ্বকাপ ক্রিকেট খেলা লাইভ দেখতাম চাই। সাতদিনের মধ্যে ব্যবস্থা করেন, আপনে ২ বছর ২ মাস সময় পাইছেন। না পারলে ১৭ তারিখে পদত্যাগ করেন।
Within 2010, 143 countries adopted 3G services commercially, except Bangladesh... থ্রীজি দিতে সরকারের যা করতে হবে তাহলো মোবাইল অপারেটরদের কাছ থেকে কিছু রাজস্ব নিয়ে জনগণের স্বাধীনতার এই নেটওার্ককে আরও একটু সুবিধা দেয়ার অনুমতি দিবে। বাকি কাজ অপারেটরদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




