somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ছবিতে সাকিব আল হাসান লোটাস কামালের পা ধরে বসে আছে

১৯ শে মার্চ, ২০১১ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দৈনিক কালেরকন্ঠ ২৩ জনুয়ারী, ২০১০ ছবিটি ছাপা হয়। অনেকে বলে ছবিটি ইডিট করা -তাদের জন্য স্ক্রিনশট নিয়ে রাখেন। সূত্র কালেরকন্ঠ

খবরঃ বোর্ড সভাপতির কাণ্ডে বিস্ময়
হতাশায় শেষ হলেও ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে স্বাগতিকদের প্রাপ্তি নেহায়েত কম নয়। বীরেন্দর শেবাগকে প্রমাণ করা গেছে যে, বাংলাদেশ গড়পড়তা দল নয়, তুলে নেওয়া গেছে তাদের ১৮ উইকেট। ব্যক্তিগত পারফরম্যান্সও ঝলমলে। সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান-শাহাদাত হোসেনরা পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেট_এ রকম আরো কত কী! টগবগে আত্দবিশ্বাস নিয়ে তাই দ্বিতীয় টেস্টে মাঠে নামার কথা সাকিব আল হাসানের দলের। তা কি হচ্ছে?
হচ্ছে না। দায়টা বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামালের। কাল এক অনুষ্ঠানে ক্রিকেটারদের আত্দনিবেদন ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাতেই এলোমেলো হয়ে গেছে খেলোয়াড়দের মনোজগৎ। বিমর্ষ সবাই। স্বাভাবিক কারণেই এ স্পর্শকাতর বিষয় নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হলেন না কেউ। তবে সমস্বরে জানিয়ে দিলেন, ক্রিকেটই তাঁদের ধ্যান-জ্ঞান; এর চেয়ে অন্য কিছু তাঁদের কাছে গুরুত্ব পায় না।
মঞ্চে থাকা সভাপতির জবাব ওই মঞ্চেই দিয়ে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর বক্তৃতা দেওয়ার কথা ছিল না। কিন্তু মোস্তফা কামালের অমন কথার পর চুপ করে থাকার উপায় কী? তাই তো উপস্থাপকের কাছ থেকে মাইক্রোফোন চেয়ে নিয়ে সাকিব বললেন, 'প্রতিটি খেলোয়াড় শতকরা ১০০ ভাগ উজাড় করে দেওয়ার জন্যই মাঠে নামে। এ বিষয়ে কারো কোনো সন্দেহ থেকে থাকলে সেটা ভুল। আর যাঁরা আমাদের দায়িত্ববোধ নিয়ে কথা বলেন, আশা করব, তাঁরা আরো দায়িত্বশীল হবেন।' সবার সামনে এমনটা বলেছেন বটে অধিনায়ক। কিন্তু পরে বিসিবি সভাপতির কাছে একপ্রকার ক্ষমাই চাইতে হয়েছে। তাই তো আর এ বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি কোনো ক্রিকেটার, মনের ভেতর পুষে রাখা ক্ষোভটা তুষের আগুনের মতো জ্বললেও।
সভাপতির ক্ষোভের একটি হচ্ছে চট্টগ্রাম টেস্টে ভারতের ২৪৩ রান করার পর বাংলাদেশ কেন ২৪২-এ থেমে গেল? এ জন্যই তিনি ক্রিকেটারদের দায়বদ্ধতাকে দাঁড় করিয়েছেন প্রশ্নের মুখে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটারের প্রতিক্রিয়া, 'ভারত তো র‌্যাঙ্কিংয়ে এক নম্বর; আমরা ৯। এখন আমাদের বিপক্ষে ২৪৩ রানে অলআউট হয়ে গিয়েছে দেখে কি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি তাঁর ক্রিকেটারদের আত্দনিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন?' আরেকজন তো অফ দ্য রেকর্ডে প্রশ্ন তুলেছেন মোস্তফা কামালের ক্রিকেটজ্ঞান নিয়েই, 'মাঠে নেমে প্রত্যেক ম্যাচেই জিততে হবে, কী হাস্যকর! এমন কথা তারাই বলতে পারে, যার ক্রিকেট সম্পর্কে নূ্যনতম ধারণা নেই।'
বিসিবি পরিচালকদের পাশে পাননি খেলোয়াড়রা। তবে ক্রিকেটারদের নিয়ে অনুক্ষণ যাঁকে কাজ করতে হয়, সেই কোচ জেমি সিডন্স দাঁড়িয়েছেন খেলোয়াড়দের পক্ষে, 'মাঠে বলুন কিংবা মাঠের বাইরে, কখনোই আমার কাছে মনে হয়নি, তাদের কমিটমেন্টে কোনো ঘাটতি আছে।'
ক্রিকেটারদের মুখে কোড অব কন্ডাক্টের শৃঙ্খল। যতই ক্ষুব্ধ হোন তারা, প্রতিক্রিয়া জানানোর উপায় নেই। সাবেক ক্রিকেটারদের সে সমস্যা নেই। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ যেমন সরাসরিই বলেছেন, এমনটা বলা উচিত হয়নি বিসিবি সভাপতির, 'তাঁর মতো দায়িত্বশীল পদে বসা কেউ এমন কথা বললে, প্রভাব ভালো হয় না।' বৃহত্তর প্রেক্ষাপটেও বাংলাদেশ ক্রিকেটের মলিন ছবিটাই ভেসে উঠছে তাঁর চোখে, 'মাঠের খেলায় বাংলাদেশের ক্রিকেট যে কোথায় আছে, সে তো সবাই দেখছেন। বিসিবি সভাপতির এমন বক্তব্যে এখন সবাই বুঝবেন, মাঠের বাইরেও আমরা কতটা পিছিয়ে।' দ্বিতীয় টেস্টের আগে দলে এটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন খালেদ মাসুদ, 'ক্রিকেটাররা কিছু বলবেন না; কিন্তু এ কথা ভুলে যাওয়াও তো সম্ভব নয়। দ্বিতীয় টেস্টে তাঁরা যখন মাঠে নামবেন, তার রেশ তাই থাকবেই।'
অভিন্ন মত আরেক সাবেক অধিনায়ক নাঈমুর রহমানেরও। পাশাপাশি বিসিবি সভাপতির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি, 'ক্রিকেট যদি না থাকত, তাহলে বিসিবি সভাপতি বলেও কেউ থাকতেন না। এখন যে সম্মানটা পাচ্ছেন, তেমন সম্মানও পেতেন না। তিনি এমনটি বললে ক্রিকেটাররা মাঠে নামার উৎসাহই পাবে না। ভালো খেলবেন কিভাবে?' বাংলাদেশের ক্রিকেটের পথ পরিক্রমায় বিসিবি সভাপতির এমন বক্তব্যকে অন্তরায় বলে মনে করছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, 'সভাপতিই যদি এমনটি বলেন, তাহলে এ দেশের ক্রিকেট এগোবে কিভাবে?'

মন্তব্যঃ এই ছবি সম্পর্কে যেকোন সাফাই সাকিব আর কামালকেই মিডিয়ার সামনে দিতে হবে। সেই সাথে

১. সাকিবকে বাংলাদেশ দলের অধিনায়ক আর রাখা যাবে না - প্রয়োজনে তাকে মন্ত্রী বানানো হউক তরপরও কোন চামচাকে জনগণ জাতীয় দলের অধিনায়ক আর এক মুহুর্ত দেখতে চায় না ।
২. লোটাস কামালকে এই মুহুর্তেই বিসিবির প্রসিডেন্ট পদ থেকে অপসারন করতে হবে।
৩. লোটাস কামালের সমস্ত সম্পদের হিসাব পাবলিকের জন্য প্রকাশ করতে হবে।
৪. লোটাস কামাল বিশ্বকাপ আয়োজনের ৪৭৬ কোটি টাকা ও গতদুই বছরে বিসিবির খরচের হিসাব ওয়েব সাইটে প্রকাশ করতে হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১১ রাত ৯:১৮
১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। গানডুদের গল্প

লিখেছেন শাহ আজিজ, ২৫ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২৮




তীব্র দাবদাহের কারণে দুবছর আগে আকাশে ড্রোন পাঠিয়ে চীন কৃত্রিম বৃষ্টি নামিয়েছিলো। চীনের খরা কবলিত শিচুয়ান প্রদেশে এই বৃষ্টিপাত চলেছিলো টানা ৪ ঘন্টাব্যাপী। চীনে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া সেবারই প্রথম... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×