কোন তথ্য পেলে এই পেইজে শেয়ার করুনঃ আমরা দেশপ্রেমীক বীর ড্রাইভার আলী আজমকে খুজছি
জনগণ সন্দেহ করছে, প্রকৃতপক্ষে গাড়িতে ১৬ কোটি ৭০ লাখ টাকা ছিল যার ১৬ কোটি টাকা বিজিবি রেখে দিয়েছে ও ৭০ লাখ টাকা ফারুককে দিয়ে দেয়।যেখান থেকে ফারুক ৩০ লাখ টাকা ব্যাংকে জমা দেয়।গাড়ি ও ড্রাইভার বিজিবি রেখে দেয়।পরে বিজিবি ঘটনার একমাত্র ভ্যালিড সাক্ষী ড্রাইভার কে গুম করে ফেলে।
পয়েন্টস টু সোঃ
>আলী আজমের কোন হদিস নেই।
>বিজিবিতে আটক হওয়ার পর আজমকে কখনও ক্যামেরার সামনে আনা হয়নি।
>ঘটনার রাতে একবার শুধু এটিএন নিউজে আলী আজমের সাথে বিজিবি চেকপোষ্টের টেলিফোন নম্বরের মাধ্যমে ছোট একটি ভয়েস নিউজ হয়।
>এক নিউজে বলা হয় আজম ও ফারুক ছোট বেলা থেকে বন্ধু।
>ফারুকের বাড়ি সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলায়, পড়াশোনা নেত্রকোনা ময়মনসিংহ।
>প্রথমআলোর খবর বলছে আজম ঢাকায় থাকতো, তার বাড়ি চাদপুরের মতলব উপজেলায়, তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী।
>ঘটনার পর থেকে আলী আজমের কোন ছবি মিডিয়ায় আসেনি।আজ প্রথমআলো মতলবের আলী আজমের একটি অস্পষ্ট ছবি ছেপেছে।
> এপিএস ওমর ফারুক তালুকদারের পরিবহনের লাইনে দুইটি গাড়ির ড্রাইভার সহ মোট তিনজন ড্রাইভারের, কার বাড়ি কোথায় তা এখনও নিশ্চত হওয়া যয়নি।
>ATN বাংলা এবং পরদিন দ্বার রক্ষী বিজিবি সদস্যের উধৃতি দিয়ে ইত্তেফাকে প্রকাশিত খবরে জানা যায় গাড়ীতে ১ কোটি ৭০ লাখ টাকা ছিল। ড্রাইভার আজমও মোবাইলফোনে এটিএন বাংলার সাংবাদিকের কাছে কয়েক কোটি টাকার কথা বলেছিল।
>রাত ১২ থেকে সকাল ৬টা পর্যন্ত গেটের নিয়ন্ত্রন সেনাবাহিনীর হাতে চলে যায়।
>পরের দিন সকাল নয়টার দিকে পিলখানা থেকে আমাদের তিনজনকে ছেড়ে দেয় বিজিবি কিন্তু ড্রাইভারকে রেখে দেয়।’কমান্ড্যান্ট এনামুল হক ৯ এপ্রিল মধ্যরাতের ঘটনার বর্ণনা দেন এভাবে।
>বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে তিন কর্মকর্তা ও গাড়িচালককে ছেড়ে দেওয়া হয়।
আমরা ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১০ এপ্রিল সকাল ১০টা পর্যন্ত বিজিবি গেইটের সকল সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখতে চাই।ক্যামেরা গুলো জনগণের টাকায় কেনা।
আজ আলী আজম একজন গরীব ড্রাইভার বলে কেউ খোজ নিচ্ছে না।সাংবাদীকরাও যে নিউজে টাকা নাই সে নিউজ করে না, তারা ব্যাস্ত রেলওয়ের চাকরী নিয়ে, কিছু কামাই করার সুযোগ আছে।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



