১.
যত চাই ভুলে যাব, ভুলতে তো পারি না,
পাকা পেঁপে ফলই ভাল
পেঁপে তরকারি না।
মন ছিল কাঁচা পেঁপে, ক্যান তুমি ঝাঁকালে,
কাঁচা প্রেমটাকে ক্যান
হাতে ধরে পাকালে !!
২.
ভালবেসে প্রেম করেছি, সখি তোমার সনে
ঠিক করেছি চলে যাব প্রেমের বৃন্দাবনে।
বৃন্দাবনের বৃক্ষশাখায় তোমার আমার ঘর,
বাঘ-ভালুক আর হরিণ-হাতি, বাকি সবাই পর।
এত সুন্দর স্বপ্নটাকে মিথ্যে মনে হয়,
কারণ আমার দশ চলছে তোমার বয়স নয়!
মন চাইলে ঘুটা মারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



