কত আশা
ক্রসিং এর সেই মেজাজ খারাপ করা সিগনালের
হাত থেকে রক্ষা পাবো?? কোথাকার কি
এখন আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে (যদিও এটা
আগেই অনুমান ছিল) আবার অন্য দিকে বনানী অভেরপাসটির
কারনে বিশ্বরোড ও খিলক্ষেত এ জটলার সৃষ্টি হয়।
তাইলে যেই লাউ সেই কদু
আমার মতে মহাখালি থেকে কাকলি হয়ে যেসব গাড়ি
গুলশান ২ এর দিকে যায় তার জন্য কাকলিতে একটি আন্ডার
পাস এবং গুলশান ১ থেকে যেসব গাড়ি শাহিন কলেজের সামনে
দিয়ে জায় তার জন্য মহাখালিতে একটি আন্ডার
পাস বনানী অভেরপাস নির্মানের সময়ই করার উদ্যোগ নিলে এই মেজাজ খারাপ
করার মত জ্যাম সৃষ্টি হত না।খানিকটা হলেও রক্ষা পেতাম।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





