ফোনেটিকে লিখি অনেক হরফ লিখতে পারি না তাই বানানে ভুল হবে , আমি একভাইয়ের পোস্টে মন্তব্য করেছি যা সামুর পাঠকের কাছে তুলে ধরলাম । ছোট কালে আমার দাদার বন্ধু হতে একটা গল্প শুনেছি ,যা আপনাদের সাথে শেয়ার করিতেছি , একজন সাধাসিধে লোক তার ছাগলকে বাজারে নিয়ে যাইতেছে , চোরেরা বুদ্ধি করলো আমরা ঐ লোকটি থেকে ছাগলটা ধোকা দিয়ে ছিনিয়ে নিবো , চোরেরা রাস্তায় রাস্তায় বসলো প্রথমে একজন চোর বলল দাদা কুকুরটা নিয়ে কই যাইতেছেন ? সাধাসিধে লোকটি বলল এটা কুকুরনা এটা ছাগল বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাইতেছি , বলল আপনার কি মাথা খারাপ ? কে বলেছে এটা ছাগল এটা কুকুর , লোকটার মনে একটু সন্দেহের সৃষ্টি হল । আর একটু যাওয়ার পর আরেকজন চোরের সাথে সাক্ষাৎ চোর সালাম দিয়ে বলল , দাদা কুকুরটা নিয়ে কই যাইতেছেন ? সাধাসিধে লোকটি বলল এটা কুকুরনা এটা ছাগল । লোকটির সন্দেহ আর ও বেড়ে গেল । পরে আর ও একজন চোরের সাথে সাক্ষাৎ সে বলল চাচা কুকুরটা নিয়ে কই যাইতেছেন ? সাধা সিধে লোকটি ছাগলটাকে কুকুর মনে করে পথে ছেড়ে দিল । তো আজ নাস্তিকরা ঐ চোরদের মত ফন্দি আটছে । মোমিনদের কে সন্দেহের সৃষ্টির জন্য চেষ্টা করে যাইতেছে সব সময় ইসলাম ধর্ম ,নাবি (সাঃ) সম্পর্কে মনগডা সাজানো কথা বলছে যাতে করে তাদের সংগে আগুনের অধিবাসি করা যায় । তাদের এটা জানা নাই যে , ইসলাম মিটিয়ে যেতে আসেনি বরং দলে দলে লোক ইসলামের ছায়ায় আশ্রয় নিতেছে । গতকাল জার্মানের চ্যান্চেলর এন্জেলা মাইকেল জার্মানিদের ইসলামের জন্য প্রস্তুত হতে বলেছেন ? পৃথিবীর৪৫পার্সেন্ট লোকজন ইসলামকে পরম যত্নের সহিত বুকে ধারন করেছে । একমাত্র ইসলামই পারে মানব জাতিকে ইহজগতে ও পরজগতে সম্মানিত করতে । আজ এটা প্রমাণিত যে , ইসলাম ছাড়া যত মত ও পথ রয়েছে মানবজাতিকে করেছে অপমানিত কমিউনিজমের কথা ধরা যাক যে কমিউনিজম রাশিয়ার মত পরাশক্তিকে ভেংগে খানখান করেছে মানবতা যেখানে শুধু হাহাকার করেছে বলপ্রয়োগ করে লাখ-লাখ বনি আদমকে হত্যা করেছে , উত্তর কোরিয়ার কথা ধরুন শাসকরা কোটিপতি জনগন কতোকষ্টে দিনাতিপাত করছে , ভিয়েতনামের কথা ধরুন যেখানে নারীদের বাধ্য করা হয় কৃষিকাজ করতে। চায়নার কথা বলে শেষ করা যাবেনা।এটাই কমিউনিজম । এগুলো তো দুনিয়াবী কুফল । পরকালে তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি । একজন কমিউনিস্ট আমাকে বলল আগুন কেউ কি দেখছে ? আমি উত্তর দিলাম না কেউ দেখেনি । দেখলে তো আর কেউ কমিউনিস্ট বা অমুসলিম রইতো না সবাই মুসলমান হয়ে যেত । দেখলে আবার পরিক্ষা কিসের ? যখন দেখবে তখন কি আর তাদের সুযোগ দেয়া হবে ? হ্যা যা নাবী-রাসূলগন বলে গেছেন তা অবশ্যই হবে কেননা তারা কোনদিন মিথ্যা কথা বলেন না নিজের সার্থের জন্য মিথ্যা বলেননা আল্লাহর ব্যাপারে আখেরাতের ব্যাপারে মিথ্যা বলবেন ? অসম্ভব। তারা তো তাদের ইবাদত করতে বলেননি । বলেছেন আল্লাহর ইবাদত করতে তারা নিজেরা ও আল্লাহর ইবাদতে নিয়োজিত ছিলেন । আর সেজন্য তাদের কত কষ্ট দেয়া হয়েছে কাউকে জীবিত আগুনে , কাউকে দ্বিখন্ডিত করা হয়েছে , আর ও কত কি । যারা তাদের কথা মান্য করেছে তারা মুক্তি পেয়েছে , যারা তাদের অবাধ্য হয়েছে তাদের পরিনাম কতো ভয়াবহ হয়েছে । আমাদের সামনে রয়েছে ইতিহাস আমরা তা দেখলে বুঝতে পারবো আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




