
ট্র্যাকিং করার জন্য অন্যতম একটি আদর্শ জায়গা হচ্ছে থানচি থেকে রেমাক্রি ফলস। সবুজের সাথে মিশে, সবুজকে সাথে নিয়ে অনবদ্য এক ট্র্যাকিং ট্র্যাক হচ্ছে এই রুট। অদম্য মনোবল, হার না মানার দৃঢ় সংকল্প, লক্ষ্যে পৌঁছার অটুট মনোবল, সাথে একটা ভ্রমণ পিপাসু মন নিয়ে যে কেউই নেমে পড়তে পারেন রাস্তায়। আমি বলছি, প্রকৃতি আপনাদের হতাশ করবে না। মনটা ফ্রেস রেখে যদি দিনে ৭-৮ ঘণ্টা হাঁটতে পারেন তবে দিন শেষে কিছু অনিন্দ্য সুন্দর দৃশ্য আপনার মনের ও দেহের সকল কষ্ট ভুলিয়ে দেবে নিঃসন্দেহে।

বান্দরবান শহর থেকে এই পথ দিয়েই সবুজের মাঝে ঢুকতে হয়।

আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা

পাহাড়ে সূর্যোদয়

সবুজের মাঝে স্নিগ্ধ সকাল

সবুজের বুক ছিঁড়ে আঁকাবাঁকা মেঠো পথ

চারদিকে শুধু সবুজ আর সবুজ

পাহাড়ের উপর বসত-বাড়ি

থুইসা পাড়া (ত্রিপুরা)

থুইসা পাড়ার মানুষদের জীবন যাপন
ছোট ছোট দোকানেরও দেখা মিলবে থুইসা পাড়ায়

কিছু স্বপ্নবান তরুণ পথ চলেছে

রেমাক্রি নদী

অনেক ভালো লাগবে একবার ঘুরে আসুন।
ছবি কৃতজ্ঞতাঃ সাকিব
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ রাত ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




