তিনি ছাগু প্রজাতির মধ্যে অত্যন্ত প্রিয় ছাগল ছিলেন। কিন্তু তিনি শান্তিতে ছিলেন না।
মানুষ্য প্রজাতির সাথে তাহার মাঝে মধ্যে মারামারি হত।
শুধু মানুষ্য প্রজাতি নয়, তাহার সাথে নিজেরা নিজেরা মানে ছাগুরা ছাগুরা মারারারি করতেন।
কিন্তু ছাগুরাজ কীভাবে এই দুই পক্ষ সামলাইবেন? একদিনে মানুষ্য প্রজাতি আরেকদিকে নিজের স্বজাতীর মধ্যে গ্রুপিং। ছাগুদের ভিতরে মীরজাফর ছিল। তাহাদের ষড়যন্ত্রে কারনে ছাগুরা বারবার মানুষ্য প্রজাতির কাছে পরাজিত হতেন।
মানুষ্য প্রজাতি ছাগু প্রজাতিগনকে ইচ্ছামত আছাড়, তুলোধুনা করিতে লাগিলেন।
কিন্তু ছাগুরাজ/ছাগুধিপতি এই পরাজয়ে ত্যক্ত বিরক্ত হয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা করিলেন। একদিন তিনি মাঠ ত্যাগ করিলেন।
কিন্তু ছাগুরাজের এই তিরোধান তাহার অনুগত ছাগুদের সহ্য হল না
অনেক ছাগু বিবৃতি দান করিল মানে গলাবাজী করিল।
অনেক ছাগু সুবিধা করিতে না পারিয়া দলে দলে প্রস্থান করিল।
কিন্তু ছাগুর পাল সব যায় নাই। মাঠের ভিতরেও কিছু ছাগু ছিল। তাদেরকে ছাগুরাজ মাঠের বাহির থেকে উস্কানী দিতে লাগিল।
এভাবেই ছাগুর পালের নতুন ষড়যন্ত্র শুরু হইল।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




