কিছুদিন আগে বিডি জবসের মাধ্যমে আবেদন করেছিলাম বাবুল কনস্ট্রাকশন নামের এক কোম্পানিতে , তারা লোক চেয়েছিল তাদের সিংগাপুর অফিসের জন্য ।এক সপ্তাহ পরে একটা মেইল পেলাম হাজলিল রিয়েল স্টেট কোম্পানি থেকে , পোস্টিং সিংগাপুরে বেতন ১৪০০ ডলার এবং সপ্তাহে ৪০ ঘন্টা কাজ সাথে থাকা খাও্য়া ফ্রী । মেইলে তারা তাদের বাংলাদেশ এজেন্টের নাম দিল সন্দিপ ওভারসিজ ৬৩৫ মেহেদিবাগ চিটাগাং । একটা ফোন নাম্বার দেয়া ছিল । মেইলে পরদিন দুপুর ১২ টার মধ্যে মেডিকেল করার কথা উল্লেখ করে দিয়েছিল ।অতি উত্তেজিত আমি রাতে বার বার ঐ নম্বরে ফোন করতে লাগলাম কিন্তু কেউ ধরলো না। ভাবলাম মনে হয় ভুয়া কিছু হবে কারণ আমি তো এ কোম্পানিতে আবেদন ই করি নাই । কিন্তু পরদিন সকালে ঐ নম্বরে ফোন ঢুকলো আমি মেইলের কথা বলতেই আমাকে জানালো তারা ১০ জন লোক সিংগাপুরে নিচ্ছে তার মধ্যে আমি একজন । আমি বললাম আমি তো এখানে এপ্লাই করি নি তারা আমার সিভি কিভাবে পেল । সে জানালো বিডি জবসে আমি যে কানাডিয়ান জবস এর আবদন করেছি সেখান থেকে আমার সিভি নেয়া হয়েছে । আমি বললাম আমি তো কোন কানাডিয়ান জবসে ও এপ্লাই করি নি । সে বললো যেভাবেই হোক এটা কালেক্ট করা হয়েছে আমি যদি ইন্টারেস্টেড না থাকি তবে ওয়েটিং এ আরো তিনজন আছে তাদের সাথে যোগাযোগ করা হবে। আমি বললাম ঠিক আছে এখন আমাকে কি করতে হবে । সে বললো আপনাকে আজকের মধ্যেই মেডিকেল করতে হবে এবং মেডিকেল আই ডি নম্বরটি ওদের জব অফার লেটারে সাইন করে স্ক্যান করে হাজলিল কোম্পানিতে মেইল করতে হবে এবং কাল মেডিকেল রিপোর্ট আসলে সেটা রিসেন্ট সিভি সহ পুনরায় মেইল করতে হবে। আমি বললাম মেডিকেল ছাড়া আর কোন টাকা লাগবে নাকি সে আমাকে জানালো যে আর কোনো খরচ নেই । ৫১০০ টাকা খুব বেশি একটা টাকা না তাই ভাবলাম একটা রিস্ক নিয়ে দেখি। ওদের দেয়া ঠিকানা অনুযায়ি মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস লি: ২৯১, ফকিরাপুল(৩য় তলা) জমিদার বাড়ি, ইনার সার্কুলার রোড , মতিঝিল এ গিয়ে মেডিকেল করালাম ৫১০০ টাকা দিয়ে।তারপর পরদিন রিপোর্ট পেয়ে পাঠিয়ে দিলাম হাজলিল রিয়েল এস্টেট কোম্পানির মেইল এড্রেসে। সন্ডিপ ওভারসিজ কে যখন জানালাম আমি তাদের কথা মত সব করেছি ।তখন তারা জানালো এবার আমাকে পাসপোর্ট রেডি করতে হবে ।পরে জানলাম সবি ভুয়া একই ধরনের জব ওফার লেটার আমার কাজিনের কাছেও এসেছে , তবে সেটা এসেছিল দুবাই থেকে , একই ধরনের অফার লেটার বেতন ও সুযোগ সুবিধা সব একই রকম তবে ওর কোম্পানির নাম ছিল লিরিল রিয়েল এস্টেট। পরে ঐ নাম্বারে ফোন করে দেখি ওরা আমাকে সম্ভবত ব্লক করে রেখেছে । ওদের দেয়া এড্রেসটাও সম্ভবত ভুয়া । তবে আমর এবং কাজিনের দু জনের কাছেই এ ধরনের ওফার লেটার এসেছিল বিডি জবসে বাবুল কন্সট্রাকশন কোম্পানিতে আবেদনের পর। যাক ৫১০০ টাকা গেলেও একটি ভাল শিক্ষা দিয়ে গেলো বাবুল কন্সট্রাকশন কোম্পানি ।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




