আজ নিশীথিনীর মন ভালো নেই । সকাল থেকে ঘুম থেকে উঠার পরেই তার কেমন অস্থির অস্থির লাগছে । মাঝে মাঝে এমন দিন আসে কিছুই ভালো লাগে না । নিশীথিনী ঠিক করলো আজ সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরবে । কাউকে সাথে নিবে না । একা একা ঘুরতেই তার বেশী ভালো লাগে । সকালবেলা গোছল করে, চোখে কাজল দিয়ে, সুন্দর একটা নীল শাড়ি নিশীথিনী বের হয়ে গেল বাসা থেকে । নীলক্ষেত গেলো দুই একটা বইয়ের দোকান ঘুরলো । তারপর নিউ মা্র্কেট গিয়ে বার্গার আর কোক খেয়ে নিল । নিশীথিনী ভাবছে এখন কোথায় যাবে ? ভাবতে ভাবতে সে একটু গুন গুন করে গান গেয়ে নিল- 'পথ যে এখনো বাকি, জানি নাতো আমি কে, কারো কিছু হই কিনা, এই এক ভাবনায় সারাদিন...' ।
নিশীথিনী বসে আছে ধানমন্ডি লেকে । তার আশে-পাশে আরো অনেক মানূষ । সে খুব মন দিয়ে আশে পাশের সবার কর্মকান্ড দেখছে । কিন্তু তার পাশে যে একটা অচেনা ছেলে বসে আছে সেদিকে লক্ষ্য নেই । নিশীথিনী অনেকক্ষন পর ছেলেটিকে লক্ষ্য করে । ছেলেটি আপন মনে বাদাম খাচ্ছিল । ছেলেটির দিকে তাকিয়ে নিশীথিনী বলল- এত জায়গা থাকতে আপনি আমার পাশে এসে বসেছেন কেন ? ছেলেটি একটূ হেসে বলল- ম্যাডাম আমি আপনার পাশে এসে বসিনি, আপনি আমার পাশে এসে বসেছেন । আমি আধা ঘন্টা ধরে এখানে বসে আছি । আপনি তো আসলেন মাত্র । নিশীথিনী ধমক দিয়ে বলব- চুপ আর একটা কথা না । বদ পোলা ।
সময় দুপুর ১২ টা । আকাশ মেঘলা । লেকের দিকে আপনারা যদি ভালো করে তাকান তাহলে দেখতে পারবেন নিশীথিনী আর বদ পোলাটা নৌকায় করে ঘুরছে । নৌকা দুলছে, নিশীথিনীর ভয় করছে- তাই সে ছেলেটার একটা হাত শক্ত করে ধরে রেখেছে । বদ ছেলেটা বলল- কোনো ভয় নেই, আমি আছি । তখন নৌকাটা যাচ্ছে জাহাজ ব্লিলিং এর পাশ দিয়ে । বদ পোলাটার কাঁধে মাথা রেখে নিশীথিনী বলল, আমার গান গাইতে ইচ্ছা করছে ! বদ ছেলেটা বলল গাও ! নিশীথিনী গাইলো- " আমি তোমার কোন অনন্ত ছায়ায়- শুয়ে আছি, শুয়ে রবো, আমি তোমার কাছ থেকে বহু দূরে- তবু ছায়ায় মতো তোমার মাঝে শুয়ে আছি, জেগে আছি, বসে আছি...'।
সময় দুপুর ২ টা । নিশীথিনী বলল আমার খুব ক্ষুধা পেয়েছে । বদ পোলাটা একটা রিকশা ঠিক বলল, চলো স্টার হোটেলে যাই । রিকশায় করে ১০ মিনিট সময় লাগবে । সেখানকার বিরানী টা খুব ভালো হয় । নিশীথিবী বলল- তুমি কি করে বুঝলে আমার বিরানী খেতে ইচ্ছা করছে ! বদ পোলাটা কিছু না বলে একটু হাসলো । বদ পোলাটা আজ একটা সাদা শার্ট আর জিন্স পড়েছে । পায়ে কেডস । মাথার চুল গুলো এলোমেলো, মনে হয় কখনোই চুল আচড়ায় না । তারা দুই জন মিলে খুব আনন্দ করে খেলো । খাওয়া শেষে নিশীথিনী বলল- শোনো, আমি ঘুমাবো । তুমি বসে থাকবে, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো । কোনও ডিসর্টাব করবে না । বদ পোলাটা বলব আচ্ছা ।
লেকের দক্ষিণ দিকটার এসে একটা বেঞ্চে এসে বসল ওরা । নিশীথিনী বদ পোলাটার কোলে মাথা রাখল । নিশীথিনী বলল- এই আমার মাথায় হাত বুলিয়ে দাও । এই, তুমি না কবিতা জানো ! একটা কবিতা শুনাও । বদ পোলাটা আস্তে আস্তে আবৃত্তি করলো- "ঘাস, তুমি নেবে আমাকে ? ঘাসফুল, নেবে ? খেলায় ?/ আমি দিন ফুরিয়েছি ঘুরে ঘুরে মেলায়, আমার যা কিছু নাও/ এসেছি তোমার কাছে বড় অবেলায়/ তুমি যদি ছুড়ে ফেলো হেলায়/ ভাসিয়ে দাও নিরুদ্দেশে ভেলায়/ আমি ফিরে তোমার কাছেই যাবো-শতবার নিজেকে হারাবো ।" নিশীথিনী সত্যি সত্যি গভীর ঘুমে তলিয়ে গেলো । বদ পোলাটা এক আকাশ ভালোবাসা নিয়ে নিশীথিনীর মুখের দিকে তাকিয়ে আছে ।
এক ঘন্টা বিশ মিনিট পর নিশীথিনীর ঘুম ভাঙ্গল । নিশীথিনী বদ পোলাটার দিকে তাকিয়ে বলল- এই ছেলে তোমার নাম কি ? কি অবাক ব্যাপার দেখো, তোমার সাথে নৌকায় করে ঘুরলাম, দুপুরে এসাথে খেলাম, তোমার কোলে মাথা রেখে ঘুমালাম আর তোমার নামটাই জানা হয়নি ! নিশীথিনী উত্তরের অপেক্ষা না করেই বলল- চলো চা খাবো । আজ রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাবো । তোমার আপত্তি নেই তো ? বদ পোলাটা দুই দিকে মাথা নাড়ল । ৩২ নম্বর এর কাছে রাস্তায় দাড়িয়ে ওরা চা খেলো । বদ পোলাটা সিগারেট ধরাতে গেলেই নিশীথিনী কঠিন গলায় মানা করলো - অসম্ভব আমি যতক্ষন তোমার কাছে আছি নো সিগারেট । ছেলেটি বলব- আচ্ছা ।
এখন বিকেল ৫ টা । আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন, নীল শাড়ি পরা মেয়েটার পাশে বদ পোলাটা আছে । বদ পোলাটার হাত ধরে ধরে হাটছে নিশীথিনী । নিশীথিনীর দুই হাত ভরতি কাচের চুড়ি । তার মাথার চুল আর শাড়ির আঁচল বাতাসে উড়ছে । শীত কালে তারাতাড়ি সন্ধ্যা হয়ে যায় । তারা হাঁটতে হাঁটতে এক সময় জারুল গাছের নিচে এসে দাঁড়ায় । তখন সূর্য ডুবে গেছে । নিশীথিনী বলল- একটা সি এন জি ঠিক করে দাও, বাসায় যাবো । ছেলেটা বল-আচ্ছা । বদ পোলাটা তখন নিশীথিনীর অনুমতি নিয়ে, দুই হাত দিয়ে নিশীথিনীর কোমর জড়িয়ে ধরে এক আকাশ ভালোবাসা নিয়ে ঠোঁটে একটা চুমু খেলো । নিশিথিনী এক আকাশ ভালোবাসায় ডুবে গিয়ে বলল- ''যেদিকে যেতে বল যাবো। নিজেকে হারাবো । কাছে থেকো । একটি শর্তই শুধু- ভালোবেসো - এই বলেই নিশীথিনীর চোখ থেকে দু'ফোটা জল গড়িয়ে পড়ল ।
আজকের মতো ওদের কাহিনী শেষ । এখন আপনাদের বলি- নিশীথিনীর নাম নিশিথীনি নয়, আর বদ পোলাটার নাম বদ পোলা নয় । নিশিথিনীর নাম হচ্ছে- হিমি আর বদ পোলাটার নাম হচ্ছে - গুল্লু । সেই পরিচিত নাম । পরিচিত মানূষ । পরিচিত গল্প । When night is almost done.// and Sunrise grows so near// That we Can touch the spaces// It's time to smooth the hair .
আলোচিত ব্লগ
আগামী নির্বাচন কি জাতিকে সাহায্য করবে, নাকি আরো বিপদের দিকে ঠেলে দিবে?

আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন
ফেসবুক বিপ্লবে সেভেন সিস্টার্স দখল—গুগল ম্যাপ আপডেট বাকি

কিছু তথাকথিত “বাংলাদেশি বিপ্লবী” নাকি ঘোষণা দিয়েছে—ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলবে! সহযোগী হিসেবে থাকবে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী আর পাকিস্তানি স্বপ্ন।শুনে মনে হয়—ট্যাংক আসবে ইনবক্সে। ড্রোন নামবে লাইভ কমেন্টে। আর... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গু এনালিস্ট কাম ইন্টারন্যাশনাল সাংবাদিক জুলকার নায়েরের মাস্টারক্লাস অবজারবেশন !

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ: দিল্লির ছায়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র
একটা সত্য আজ স্পষ্ট করে বলা দরকার—
শেখ হাসিনার আর কোনো ক্ষমতা নেই।
বাংলাদেশের মাটিতে সে রাজনৈতিকভাবে পরাজিত।
কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি।
ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র... ...বাকিটুকু পড়ুন
Grameen Phone স্পষ্ট ভাবেই ভারত প্রেমী হয়ে উঠেছে

গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
কারনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।