অভিযোগ ১: ২০০৪ সালের ইন্ডিয়ার সাথে ম্যাচ এর আগের দিন জাবেদ নামের বাজিকর এর সাথে কথা হয় আশরাফুল এর এবং কথা অনুযায়ী ১৫ ওভার এর মধ্যে ৬০ রান থাকতে হবে
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো আশরাফুল ৪ নাম্বার এ ব্যাটিং করছে তাহলে বাকি ৩ ব্যাটসম্যান কি করছে?রফিক ভাই ২ বল খেলে আউট হয়ছে ফিক্সিং এ জড়িত থাকলে ২০ বল খেলত?
অভিযোগ ২ : ২০১০ সালের ইন্ডিয়া এর সাথে টেস্ট ম্যাচ এ ৩ ওভার এ ৬ রান করতে হবে কিন্ত আশরাফুল পারে নাই ৩ ওভার ও খেলতে ২ ইনিংস এ।আশরাফুল যদি টাকা খাইত তাহলে কি ৩ ওভার খেলতে পারত নাহ কুত্তা কামর দিলেও আমি বিশ্বাস করব নাহ এই কথা।
অভিযোগ ৩: এস এল পি এল এ ৭-৮-৯ এই তিন ওভার এ নাকি ১৪ রান করতে হবে কিন্ত আশরাফুল ৬ ওভার এর সময় আউট হয়ে গেছে টাকা খাইলে কি আউট হয়তো আর এই ৩ ওভার কি শুধু আশরাফুলই ব্যাটিং করত বাকিরা কি বাল ছিঁড়ত এই টাইম এ
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ?কাজ না হবার পর ও নাকি টাকা দিয়ে দিছে আশরাফুল কে ওরে আল্লাহ কত ভালোবাসা দেখছনি......।
অভিযোগ ৪ : নিউজিল্যান্ড এর সাথে ৫ এবং ৬ ওভার এর সময় ১০ রান এর কম করতে হবে এই ১২ বল কি আশরাফুল একা খেলছে কি কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ?
অভিযোগ ৫ : বাজিকর সুনিল বলছে বাংলাদেশ এর ক্রিকেটার জড়িত কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো সুনিল যদি বলে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে ফিক্সিং করে তাহলে কি ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা কে ফিরিয়ে দিবে?
এই সব কিছু নাকি আশরাফুল স্বীকার করছে আই সি সি র কাছে কথা হল আই সি সি কি Prothom Alo কে কি এই রিপোর্ট দিছে হার্ড কপি অথবা ইমেইল এর মাধ্যমে দিলে দেখতে চাই?
আই সি সি কি তদন্ত চলাকালিন কোন রিপোর্ট কোন সংবাদ মাধ্যম কে দেয় নাহ তাহলে Prothom Alo কি ভাবে পাইল?
যদি আই সি সি Prothom Alo কে কোন রিপোর্ট না দিয়ে থাকে তাহলে Prothom Alo কিসের ভিত্থিতে এই রিপোর্ট দিল কার উদ্দেশ্য হাসিল এর জন্য দিল??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



