এলোমেলো মনের ভাবনা - ১
মস্কোতে পি, এইচ, ডি, করা কালীন সময়ে আমার এক সিনিয়র ফ্রেন্ড (তিনিও পি, এইচ, ডি, করতেন ) দিমা চাকরী পেলেন বিশ্বের সব চাইতে বড় গ্যাস প্রতিষ্ঠান 'গাজপ্রোম'-এ। পি, এইচ, ডি, শেষ করার পর ফুল টাইম সেখানকার কর্মে মনোযোগ দিলেন। 'গাজপ্রোম'-এ চাকরী পাওয়া চাট্টিখানি কথা না। ভারী বেতন আর প্রেস্টিজের চাকরী, প্রায় সবার কাছেই সোনার হরিণ। দিমা কোয়ালিফাইড ছিলো ওখানে চাকরী পেয়ে গিয়েছিলো। একদিন ইউনিভার্সিটিতে দিমা এলো। বললাম, "দিমা তুমি কি 'গাজপ্রোম'-এ চাকরী করো নাকি?" দিমা সম্মতিসূচক মাথা নাড়ালো। আমি বললাম, "সাবাশ দিমা"। দিমা লাজুক হাসলো। কিছুদিন পরে দেখলাম, দিমা একটা মামুলী ব্যাগ কাধে নিয়ে ইউনিভার্সিটির করিডোড়ে হাটছে। পিছন থেকে ডাক দিয়ে প্রশ্ন করলাম, "আরে গাজপ্রোম-এর দিমা দেখছি, আমাদের এখানে কি মনে করে"। দিমা বললো, "না আমি আর গাজপ্রোম-এর দিমা নাই"।
আমিঃ বুঝলাম না?
দিমাঃ চাকরী ছেড়ে দিয়েছি।
আমিঃ গাজপ্রোম-এর চাকরী ছেড়ে দিয়েছ? এখন কি করছো?
দিমাঃ এইতো ইউনিভার্সিটিতে জয়েন করলাম।
আমি: (আমার বিস্ময়ের কোন সীমা ছিল না) ইউনিভার্সিটিতে জয়েন করলে কি টাকা আছে এখানে বলতো? গাজপ্রোম-এ তো অঢেল টাকা!
দিমাঃ টাকা আছে, সুখ নাই।
আমি আর ওকে কিছু বললাম না। বুঝলাম না, সোনার হরিণ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের সামান্য বেতনের চাকরীতে ঢুকে ঠিক করলো না ভুল করলো।
তার কয়েক বছর পর আমিও একই কাজ করেছিলাম। ভারী বেতনের বিদেশী কোম্পানীর চাকরী ছেড়ে, দেশে এসে বিশ্ববিদ্যালয়ের সামান্য বেতনের চাকরীতে ঢুকলাম। মনে হয়েছিলো দিমা ঠিকই বলেছিলো, ফাইলপত্র রেডী করা, টাকা-পয়সা, বেচা-বিক্রির হিসাব রাখা, অধস্তনদের খবরদারী করা, ক্লায়েন্টদের সাথে সেই কাটখোট্টা আলাপ, আর কাগজপত্র সই করে যাওয়া, বড় বেশী একঘেয়ে। টাকা আছে কিন্তু সুখ নাই, বা কাজের আনন্দ নাই। তার চাইতে জ্ঞানমন্দিরে ক্রিয়েটিভ কিছু করতে পারলে অফুরন্ত আনন্দ পাওয়া যাবে।
এখন মাঝে মাঝে মনে হয়। ঠিক করি নাই। আজকের জমানায় টাকাই দেবতা। ঘরে-বাইরে সবাই তো কেবল টাকাই চায়। ঘরে অঢেল টাকা নিয়ে আসতে পারলে স্ত্রী সন্তানরা সবাইই খুশী। হাত খুলে টাকা দিতে পারলে আত্মীয় স্বজনরা বলে, "বড় ভালো ছেলে"। বন্ধুদের আড্ডায় খাবার বিলটা দিয়ে দিলে সবাই হাততালী দেয়। বড় কোরবানীর গরুটা এনে বাসার সামনে বাঁধলে, পাড়া-প্রতিবেশী বলে, "ভালো দেখিয়েছেন!" কোন অনুষ্ঠানে বড় চাঁদা দিতে পারলে, আপনিই প্রধান অতিথি। টাকা, টাকা আর টাকা প্রদর্শন করতে পারলে সে কি তোঁয়াজ আর সম্মান। কোন পথে টাকা এনেছেন তা নিয়ে কেউ মাথাই ঘামায় না।
মাঝে মাঝে ভাবি, দিমা আর আমি, আমি আর দিমা কি খুব বড় ধরনের বোকা? আমরা কি নির্ভেজাল ভুল করেছি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



