
জন্মই আমার অজন্ম পাপ
মাথার উপর একটাই চাপ
চাই দু-বেলা দু-মুটো ভাত.........
বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নয়
ঘুম ভেঙ্গে যাওয়ায় একটাই ভয়
যদি দু-বেলা দু-মুটো ভাত পেটে না হয়.........
দিন পেরুলো, সন্দা এলো,
অন্য আমার না জুটিলো,
কি আর যায় করা?
ক্ষিদা কি আর কভু ক্ষমা করবে আমায়?
ডাস্টবিনের ঐ কোণে
ছন্যছাড়া কুকুরটা যা খায়
কুকুরটাকে তারিয়ে দিয়ে
কুকুরের খাবার কেড়ে নিয়ে
খাওয়া ছাড়া রইল না আর উপায়।
সৃষ্টির সেরা জীব আমি অনাহারে ভুগি
নিকৃষ্ট কুকুরটাও বিরিয়ানি খায় রোজই।
সত্যি জন্মই আমার অজন্ম পাপ...............।

উৎসর্গঃ পথের প্রান্তরে, পথ শিশুর অন্তরে।

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



