
লেকাটা পরার সময় আমি খুব লজজা পেলাম। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার মর্নিং শিফটের ৯ম শ্রেণীর ছাত্রীরা অভিযোগ করেছে, কোচিংয়ে বাংলা ব্যাকরণ পড়ানো বাদ দিয়ে পরিমল শুধু প্রেমের কবিতা শোনাতো। পাঠ্য-বহির্ভূত প্রেমের গল্প করতো। ছন্দে ছন্দে আবৃত্তি করতেন রাধা-কৃষ্ণের প্রেম কাহিনী। পরিমলের ঘনিষ্ঠ এক সহকর্মী বলেন, পরিমল বেছে বেছে বাংলা সাহিত্যের অশ্লীল কবিতাগুলো মুখস্থ করতো। পরে সেগুলো ছাত্রীদের শুনতে বাধ্য করতো। তিনি আরও বলেন, রাধা-কৃষ্ণ’র প্রেম-সংক্রান্ত আদি রসের কবিতা যেমন- ‘রূপ লাগি আছে ঝুরে গুণে মন ভোর/প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর’ প্রভৃতি পাঠ করতো। পরে সেগুলোর ব্যাখ্যা করে কোমলমতি ছাত্রীদের মন বিগড়ে দেয়ার চেষ্টা করতেন। তদন্ত কর্মকর্তা বলেন, ভিকারুননিসা স্কুলে শিক্ষকতা করার আগে পরিমল রাজধানীর উত্তরা মডেল হাইস্কুল ও মাইলস্টোন কলেজে শিক্ষকতা করেছে। ওই দু’টি প্রতিষ্ঠান থেকেও তার চাকরি চলে যায়। তবে কি কারণে ওই দু’টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেছিল জানা যায়নি। ইন্সপেক্টর শাহাদত বলেন, পরিমল ভয়ঙ্কর জিনিয়াস। তবে তার মেধার চর্চা ছিল অনৈতিক উদ্দেশে। ছাত্রীদের সঙ্গে যৌন নির্যাতনের শাস্তি সম্পর্কে জেনেও সে সচেতনভাবে এসব কর্মকাণ্ড চালিয়ে গেছে। নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে অশ্লীল ভিডিও চিত্রগুলো গায়েব করে ফেলেছে। কোনভাবেই সে সম্পর্কে স্বীকারোক্তি আদায় করা যাচ্ছে না।
আল্লাহ কি লজজা। উনি নাকি আবার তিচার ছিলেন। ছিঃ ছিঃ। আমি কুব লজজা পেয়েচি।
কফি ফেস্ত- View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




